আপনার মনের বয়স জানবেন কী করে?

শরীরের বয়স বাড়ে। শৈশব থেকে কৈশোর পেরিয়ে মানুষ যৌবনে পা রাখে। তারপর একদিন উদ্দাম যৌবনেও যবনিকা নামে। তখন মানুষ প্রৌঢ়ত্বের খাতায় নাম লেখায়। ধীরে ধীরে বার্ধক্য আসে। তারপর একদিন...শেক্সপীয়ার তো কবেই বলে গেছেন “সেভেন স্টেজেস অফ ম্যান”। একে অস্বীকার করার উপায় কোথায়! কিন্তু, মনের বয়স?

Updated By: Feb 20, 2016, 04:26 PM IST
আপনার মনের বয়স জানবেন কী করে?

ওয়েব ডেস্ক : শরীরের বয়স বাড়ে। শৈশব থেকে কৈশোর পেরিয়ে মানুষ যৌবনে পা রাখে। তারপর একদিন উদ্দাম যৌবনেও যবনিকা নামে। তখন মানুষ প্রৌঢ়ত্বের খাতায় নাম লেখায়। ধীরে ধীরে বার্ধক্য আসে। তারপর একদিন...শেক্সপীয়ার তো কবেই বলে গেছেন “সেভেন স্টেজেস অফ ম্যান”। একে অস্বীকার করার উপায় কোথায়! কিন্তু, মনের বয়স?

মনেরও কি বয়স হয়? বয়স কি বাড়ে মনেরও ? এ প্রশ্নের ব্যাখ্যা এক-একজনের কাছে এক-একরকম। কেউ বলবেন, “মন তো ভাই তোমার হাতে। আমি এখনও নিজেকে ষোলো কি আঠারোই মনে করি!” কারোর আবার মত, বয়স বাড়ে মনেরও। সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয় মন। আবেগ, অনুভূতির বহিঃপ্রকাশ, আপনার ব্যবহারই বুঝিয়ে দেয় আপনার মনের বয়স কত।

কীভাবে জানবেন আপনার মনের বয়স কত? ছোট্ট একটা কুইজ টেস্টেই পেয়ে যাবেন এর উত্তর। কুইজ খেলতে ক্লিক করুন নীচের লিঙ্কে-

http://www.sun-gazing.com/category/quiz/

.