close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

জানেন কখন শনির প্রকোপ প্রকট হয়?

জ্যোতিষ শাস্ত্রে শনি গ্রহের প্রভাব অপরিসীম। শনির প্রভাবে সাধারণত শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে।

Sudip Dey | Updated: Nov 9, 2018, 06:20 AM IST
জানেন কখন শনির প্রকোপ প্রকট হয়?

জ্যোতিষ শাস্ত্রে শনি গ্রহের প্রভাব অপরিসীম। শনির প্রভাবে সাধারণত শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে। পারিবারিক পরিস্থিতিতে জটিলতা, গুরুজনদের স্বাস্থ্য সঙ্কট-সহ নানা রকম সমস্যা হতে পারে শনির প্রভাবে। শনি হল মহা তান্ত্রিক ও যোগী গ্রহ। এই গ্রহ মানুষকে অধর্মের পথ থেকে সরিয়ে ধর্মের পথে নিয়ে আসে। শনি তুঙ্গস্থ তুলা রাশিতে এবং নিচস্থ মেষ রাশিতে। রাশিচক্রে শনির ঘর হল মকর ও কুম্ভ। নীলা বা এমিথিষ্ট রত্ন ধারণ করলে শনির দোষ কাটে। সীসা ধারণ করলেও শনিদেবের কোপ থেকে রেহাই পাওয়া যায়। এ বার দেখে নেওয়া যাক কোন সময় শনি সক্রিয় হয়।

১) বৃশ্চিক, ধনু ও মকর রাশিতে গোচরে শনির অবস্থানে ধনুরাশির জাতক বা জাতিকা সাড়ে সাতির প্রভাবাধীন হয়।

২) শনির গোচরকালে যখন মীন, মেষ ও বৃষ রাশিতে অবস্থান করে সেই সময় মেষ রাশির জাতক বা জাতিকার ওপর সাড়ে সাতির প্রভাব পড়ে।

৩) কন্যা, তুলা ও বৃশ্চিক রাশিতে গোচর শনি অবস্থিত হলে সাড়ে সাতির প্রভাব থাকে।

৪) বৃষ, মিথুন ও কর্কটরাশিতে শনি গ্রহের অবস্থানে মিথুন রাশির ওপর সাড়ে সাতির প্রভাব পড়ে।

৫) কর্কট, সিংহ ও কন্যা রাশির ওপর আড়াই বছর অন্তর অবস্থান কালে সিংহরাশির ওপর সাড়ে সাতির প্রভাব থাকে।

৬) মিথুন, কর্কট ও সিংহ রাশিতে শনি গ্রহের অবস্থানে কর্কট রাশির ওপর সাড়ে সাতির প্রভাব বিস্তার করে।

৭) তুলা, বৃশ্চিক ও ধনুরাশির ওপর শনির গোচর চলাকালীন বৃশ্চিক রাশির ওপর সাড়ে সাতির প্রভাব পড়ে।

৮) গোচরকালে শনি গ্রহ মেষ, বৃষ ও মিথুন রাশিতে অবস্থান করলে বৃষরাশির জাতক বা জাতিকার মধ্যে সাড়ে সাতির প্রভাব তৈরি হয়।