'কেউ এই খুদেকে Burger কিনে দিন', কেন এমনটা বলছেন নেটিজেনরা ?
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরার পর ছোট্ট ছেলেটি Burger খাওয়ানোর জন্য অনুরোধ করছেন নেটনাগরিকরা।
নিজস্ব প্রতিবেদন: পছন্দের খাবার কেউ সামনে বসে খেয়ে নিল আর আপনার কথা ভাবল না! প্রকাশ না করলেও সেই অনুভুতি যে মোটে ভাল হবে না তা বলা যায়। আর এই কাজ যদি কোনও দাদা দিদিরা করে তাহলে তো সপ্তমে ওঠে রাগ ও অভিমান। সব রাগ গিয়ে পড়ে খাওয়ারের ওপর।
সম্প্রতি একটি বাচ্চার ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, Burger পায়নি বলে সে কি অভিমান ছোট্ট খুদের। যা দেখে মজা নিচ্ছে নেট নাগরিকরা।
ভিডিওতে দেখা যাচ্ছে, পর্দার পিছনে মুখ গুজে অভিমান করে গাল ফুলিয়ে বসে আছে খুদে। পরনে সাদা পাঞ্জাবি। সে বলছে, 'আমার সঙ্গে কথা বলবে না'। কারণ, তার দিদি নিজের জন্য Burger ওর্ডার করেছে, ভাইয়ের জন্য করেনি। নিঃসন্দেহে ভাইয়ের সঙ্গে মজা করার জন্যই এই কাজ করে সে।
Burger ke liye itni narazgi bhi theek nahi pic.twitter.com/PqodpfjctJ
— Mohammed Futurewala (@MFuturewala) July 21, 2021
ভাইয়ের দিকে ক্যামেরা তাক করে ততাঁকে বলতে শোনা যায়, তুমি তোমার বাবাকে বল টাকা দিতে, তখন তুমি Burger অর্ডার করে খাবে। এই কথা শুনে আর অভিমান ধরে রাখতে পারে না। গাল ফুলিয়ে গম্ভির হয়ে লেন, ''আমার অর্ডার তোমায় করতে হবে না, আমি কিছু খাব না, ঠিক আছে..আমি ক্ষুধার্ত থাকব''।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরার পর ছোট্ট ছেলেটি Burger খাওয়ানোর জন্য অনুরোধ করছেন নেটনাগরিকরা।