জেনে নিন পঞ্জিকা মতে শিবরাত্রি ব্রত পালনের নির্ঘণ্ট

জেনে নেওয়া যাক পঞ্জিকা মতে শিবরাত্রি ব্রত পালনের দিন, ক্ষণ, লগ্ন...

Updated By: Mar 4, 2019, 09:24 AM IST
জেনে নিন পঞ্জিকা মতে শিবরাত্রি ব্রত পালনের নির্ঘণ্ট

প্রতি বছর ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত পালন করা হয়। শাস্ত্রমতে সকল ব্রত মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত। এই ব্রত পালন করলে অর্থ, কাম, মোক্ষ, ধর্ম—সবেতেই সুফল লাভ হয়। রাত জেগে চার প্রহরে চার বার শিবের পুজো করতে হয়। মহাদেব শিব হলেন সর্বশক্তিমান। তিনি খুব অল্পতেই সন্তুষ্ট হন।

আজ তারকেশ্বর ধামে জাঁকজমক করে শিবরাত্রি ব্রত পালন করা হচ্ছে। এ ছাড়া, বাড়িতে বাড়িতে বা স্থানীয় শিব মন্দিরেও শিবরাত্রি ব্রত পালন করছেন হাজার হাজার শিব ভক্ত। আসুন এ বার জেনে নেওয়া যাক পঞ্জিকা মতে শিবরাত্রি ব্রত পালনের দিন, ক্ষণ, লগ্ন...  

বিশুদ্ধ পঞ্জিকা মতে:

শিবচতুর্দশী ব্রতর শুভ ক্ষণ: ১৯ ফাল্গুন ১৪২৫, সোমবার (ইংরেজি তারিখ ৪ মার্চ ২০১৯), ত্রয়োদশী বিকেল (অপরাহ্ন) ৪টে ২৯ মিনিট।

শ্রীশ্রীশিব পূজার শুভ ক্ষণ: মধ্যরাত্রি ১১টা ২৪ মিনিট থেকে রাত্রি ১২টা ১২ মিনিটের মধ্যে। চতুর্দশী ২০ ফাল্গুন ১৪২৫, মঙ্গলবার (৫ মার্চ ২০১৯) সন্ধ্যা ৭টা ৭ মিনিট পর্যন্ত।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

শ্রীশ্রীশিবরাত্রী ব্রত ও পূজার শুভ ক্ষণ: ১৯ ফাল্গুন ১৪২৫, সোমবার (ইংরেজি তারিখ ৪ মার্চ ২০১৯)।

চতুর্দশী অপরাহ্ন ৪টে ১৮ মিনিট গতে শিবচতুর্দশী ব্রত।

.