বই ক্লাব শুরু করলেন মার্ক জুকারবার্গ
পৃথিবীর জনপ্রিয়তম সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের জন্মদাতা এবার ঝুঁকলেন বইয়ের দিকে। মার্ক জুকারবার্গ এবার একটি বই ক্লাব শুরু করলেন। জর্জ ওরওয়েলের নাইটিন এইটি ফোর বা কোরি ডকটোরো-এর লিটল ব্রাদার বইটি দিয়ে এই ক্লাবটি শুরু করার পরিকল্পনা রয়েছে।
ওয়েব ডেস্ক: পৃথিবীর জনপ্রিয়তম সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের জন্মদাতা এবার ঝুঁকলেন বইয়ের দিকে। মার্ক জুকারবার্গ এবার একটি বই ক্লাব শুরু করলেন। জর্জ ওরওয়েলের নাইটিন এইটি ফোর বা কোরি ডকটোরো-এর লিটল ব্রাদার বইটি দিয়ে এই ক্লাবটি শুরু করার পরিকল্পনা রয়েছে।
একটি ব্লগ পোস্টে জুকারবার্গ জানিয়েছেন যে বইগুলি তিনি নিজে পড়েছেন, পড়তে চান সেই বইগুলি অনান্যরাও পড়ুক সেটাই তাঁর ইচ্ছা।
কোনও তৃতীয় ব্যক্তির সাহায্য ছাড়াই মানুষ সচারচর বই পড়ে। তাদের হাজার হাজার ফলোয়ারও থাকে না।
জুকারবার্গ রোবটের মত এবার খালি পড়তে চান। তাঁর নিজের ভাষায় ''এই রিডিং চ্যালেঞ্জ নিয়ে আমি খুব উৎসাহী। বই পড়লে মনন পূর্ণতা পায় বলে আমার মনে হয়।''
''একটা নির্দিষ্ট বিষয়কে উন্মোচন করতে বই সব থেকে বেশি সাহায্য করে। যে কোন মিডিয়ার থেকে বই অনেক গভীরে কাজ করে। মিডিয়ার থেকে চোখ ফিড়িয়ে আমি এবার অনেক বেশি বই পড়াতে মন দিতে চাই।'' জানিয়েছেন ফেসবুকের সৃষ্টিকর্তা।
ইতিমধ্যেই দ্য এন্ড অফ পাওয়ার বইটি পড়তে শুরু করেছেন জুকারবার্গ। পৃথিবীর জনপ্রিয়তম সোশ্যাল নেটওয়ার্কিংসাইটের সিইও-এর মতে ''এই বইটি সরকার, মিলিটারি বা অনান্য সংগঠন ব্যতিরেখে এই বইটি ব্যক্তি মানুষের ক্ষমতার কথা বলে।''
''সাধারণ মানুষের হাতে ক্ষমতার হস্তান্তরে আমি গভীরভাবে বিশ্বাস করি। এই বইটি আমাকে সেই বিশ্বাসের স্বপক্ষে আরও যুক্তি দিচ্ছে।''-জানিয়েছেন জুকারবার্গ।