হাতের মুঠোয় হীরে মাত্র ৯০০ টাকাতেই!
![হাতের মুঠোয় হীরে মাত্র ৯০০ টাকাতেই! হাতের মুঠোয় হীরে মাত্র ৯০০ টাকাতেই!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/10/90376-diamond.jpg)
ওয়েব ডেস্ক: হাতের মুঠোয় হীরে। ৯০০ টাকাতেই কিনতে পারবেন হীরে! হ্যাঁ। আপনি ঠিকই দেখেছেন এবং ঠিকই পড়েছেন। ৯০০ টাকাতেই হীরে এবার আপনার হাতের মুঠোয়। তার আগে মহা মূল্যবান এই রত্নকে নিজের সান্নিধ্যে আনতে আপনাকে অবশ্যই জানতে হবে 'ডায়মন্ড SIP স্কিম'। আরও সহজে বললে, প্রতি মাসে ৯০০ টাকা করে জমান, আর ঠিক ৩০ মাস পর কিনে ফেলুন হীরে। হীরেকে সার্বিক করতে এমনই আকর্ষণীয় স্কিম চালু করেছে ইন্ডিয়ান কমোডিটি এক্সচেঞ্জ। উল্লেখ্য, সেবি (সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া) ইন্ডিয়ান কমোডিটি এক্সচেঞ্জকে এই বিষয়ে অনুমোদনও দিয়েছে।
বর্তমান বাজার মূল্য অনুযায়ী ৩০ সেন্ট হীরের দাম ২৭,০০০ টাকা। আপনি মাসিক চুক্তিতে ৯০০ টাকা করে ৩০ মাস জমান। ৩০ মাস পরে ওই হীরের মালিকানা হবে কেবল আপনার। ইন্ডিয়ান ইন্ডিয়ান কমোডিটি এক্সচেঞ্জ (ICEX) এক বিবৃতিতে জানিয়েছে, 'এই চুক্তি কেবল ৩০ সেন্ট, ৫০ সেন্ট ও ১ ক্যারেটের হীরে কেনার জন্য কার্যকরী'। এক্ষেত্রে ক্লিয়ারিং ব্যাঙ্ক, ভ্যালুয়েটিং কোম্পানি, গ্রেডিং এজেন্সিগুলোর সঙ্গে একটি চুক্তি করবে তারা। তারপরই আপনার হাতের মুঠোয় চলে আসবে এই সুবিধা।