আপনার ঠাকুরঘর কি সিঁড়ির নীচে? সাঙ্ঘাতিক ভুল করেছেন! দ্রুত বদলান দেবতার ঠাঁই
বাড়ির ভুল জায়গায় ঠাকুরঘর হলে সংসারে নানা অশুভ শক্তি প্রভাব ফেলে।
নিজস্ব প্রতিবেদন: আজকাল তো দশ ফুট বাই দশ ফুট-এর যুগ। মানুষেরই থাকার জায়গা মেলে না, এর উপর আবার ঠাকুর! অনেকেই বাড়িতে ঠাকুরের আলাদা ঘরের ব্যবস্থা করতে পারেন না।
তবে কেউ কেউ আবার এরই মধ্যে হয়তো গৃহদেবতার জন্য এক টুকরো জায়গা খুঁজে নেন। হয়তো কমন প্যাসেজের এক পাশে, কিংবা ডাইনিংয়ের এক ধারে, অথবা সিঁড়ির নীচে একটা ছোট্ট ঘরের মতো করে সেখানে দেবতার অধিষ্ঠান সম্পন্ন করেন।
কিন্তু বাস্তু বিশেষজ্ঞেরা এই সব নিয়েই পরামর্শ দেন। তাঁরা বলেন, এই ভাবে নিজের বাড়ির বা ফ্ল্যাটের বা ঘরের কোনও একটা জায়গায় যে ভাবে হোক ঠাকুর এনে বসিয়ে দিয়েই হল না। এ ক্ষেত্রে একটু বিবেচনা করে জায়গা বাছাই করতে হয়।
তাঁরা বিশেষ করে বলছেন, দেখতে হবে বাড়িতে ঠাকুরঘর যেন কোনও ভাবেই সিঁড়ির নীচে না হয়। সিঁড়ির নীচে ঠাকুরঘর হলে সেটা সংসারে মঙ্গলের পরিবর্তে নানা অমঙ্গলেরই সূচনা করে। এ ব্যাপারে খুবই সতর্ক থাকতে বলছেন তাঁরা।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: পেতে চান মনের মতো জীবনসঙ্গী? দারুণ চাকরি? শুক্রবার এই দেবীর পুজো করুন!