প্রোফাইল পিকচার স্টাইলের বিবর্তন ঘটছে সোশ্যাল মিডিয়ায়
রাশিয়ার একটি ওয়েবসাইটে এমনই মজাদার সব ছবি প্রকাশিত হচ্ছে রোজ, প্রতিনিয়ত।
![প্রোফাইল পিকচার স্টাইলের বিবর্তন ঘটছে সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার স্টাইলের বিবর্তন ঘটছে সোশ্যাল মিডিয়ায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/11/18/45274-russia18-11-15.jpg)
ওয়েব ডেস্ক: রাশিয়ার একটি ওয়েবসাইটে এমনই মজাদার সব ছবি প্রকাশিত হচ্ছে রোজ, প্রতিনিয়ত।
আর দুনিয়া শুদ্ধু এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে হু-হু করে। মানুষ লাইক দিচ্ছেন, শেয়ার করছেন আর মনের আনন্দে কমেন্ট করছেন।
কেন এমন ছবি দিচ্ছেন মহিলারা বা পুরুষেরা? আসলে ওয়েবসাইটটি ডেটিংয়ের। সেখানে সঙ্গী বা সঙ্গীনীর খোঁজে এমন ছবি পোস্ট করছেন কেউ কেউ। প্রোফাইল পিকচারে সুন্দর মুখ দিলেই ভাল সঙ্গী পাওয়া যাবে, এই ধারণা পুরনো হয়ে গিয়েছে। বরং, আরও বেশি করে দরকার হয়ে পড়েছে এটা বোঝানোর যে, একজন সঙ্গী কত দরকার। নাহলে এভাবেই বাড়িতে সময় কাটাতে হয় তাঁদের।
সোশ্যাল মিডিয়া গবেষকরাও বলছেন, সোশ্যাল মিডিয়ায় সুন্দর মুখের ছবিতে লাইক হয়তো অনেক পড়বে। আসলে সুন্দর মুখকে ভাল বলতে কারই বা মন চায় না। কিন্তু মানুষ সঙ্গী হতে তাঁর চান, যে একা। তাই আগামী দিনে এই ধরনের প্রোফাইল পিকচারগুলোই বেশি করে চলবে, মতামত সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞদের।এবার আপনি ঠিক করুন, আপনি কেমন প্রোফাইল পিকচার পোস্ট করবেন। সুন্দর দেখতে ছবি, নাকি এরকম মজাদার কিছু, যাতে আপনার একলাপনা ফুটে উঠবে।