ভাইরাসের সংক্রমণেই নাকি বোকা বোকা কাজ করি আমরা, জানাচ্ছেন গবেষকরা
মাঝে মাঝে আমরা সকলেই কেমন যেন বোকা বনে যাই। অকারণেই করে ফেলি বোকা বোকা কাণ্ড? কেন বলুন তো? এমনিতে তো সকলেই নিজেদের বেশ বুদ্ধিমান বলেই দাবি করি, তবে কেন এই হঠাত্ বোকা বোকা কাণ্ডকারখানা? জানা গিয়েছে এক বিশেষ ধরণের ভাইরাসের আক্রমণেই নাকি বোকামি চেপে বসে মাথায়!
ওয়েব ডেস্ক: মাঝে মাঝে আমরা সকলেই কেমন যেন বোকা বনে যাই। অকারণেই করে ফেলি বোকা বোকা কাণ্ড? কেন বলুন তো? এমনিতে তো সকলেই নিজেদের বেশ বুদ্ধিমান বলেই দাবি করি, তবে কেন এই হঠাত্ বোকা বোকা কাণ্ডকারখানা? জানা গিয়েছে এক বিশেষ ধরণের ভাইরাসের আক্রমণেই নাকি বোকামি চেপে বসে মাথায়!
নেব্রাস্কা ইউনিভার্সিটির জন হপকিনস মেডিক্যাল স্কুলের গবেষকরা বহুদিন ধরে গবেষনা চালিয়েছেন সুস্থ মানুষের ওপর অ্যালগি ভাইরাসের সংক্রমণ নিয়ে। যার ফলে দেখা গিয়েছে এই ভাইরাসের সংক্রমণই মানুষের বোকামির কারণ। মোট ৯০ জনের ওপর গবেষনা চালিয়ে ৪০ জনের ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে।
প্রসেডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেসে প্রকাশিত হয়েছে এই গবেষনার রিপোর্ট।