খবরের ফাস্টফুড: গিটারের দাম ৩ লক্ষ ৫০ হাজার পাউন্ড! চিনে বরফ দিয়ে মূর্তি তৈরির প্রতিযোগিতা
ব্রেকফাস্টের সঙ্গে যে খবর আপনাকে, ভিন্ন স্বাদ দেবে-
ওয়েব ডেস্ক: ব্রেকফাস্টের সঙ্গে যে খবর আপনাকে, ভিন্ন স্বাদ দেবে-
নিলামে এলভিস প্রিসলের গিটার
নিলামে উঠতে চলেছে এলভিস প্রিসলের একটি প্রিয় গিটার। তিন লক্ষ পঞ্চাশ হাজার পাউন্ড রেকর্ড দাম উঠতে পারে। উনিশশো পঁচাত্তরে কিংস কনসার্টে শেষবার এই গিটারটি ব্যবহার করেছিলেন এলভিস। তারপর সেটি উপহার দেন মাইক হ্যারিস নামে এক ভক্তকে। তার আগে টানা চার বছর এলভিসের সঙ্গি ছিল এই গিটার।
মহাকাশ গবেষণা
এবার আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে যাবেন মার্কিন নভোশ্চর জেফরি উইলিয়ামস। সঙ্গী দুই রুশ নভোশ্চর। তাঁদের অভিযানের এক্সপেডিশন ফোর্টি এইটের মূল উদ্দেশ্য গবেষণা কেন্দ্রে বাণিজ্যক যানের অবতরনের ব্যবস্থা করা। তার জন্য দরকার একটি অ্যাডপটার। এবার সেই কাজটাই করবেন থ্রি মাস্কেটিয়ার্স।
স্নো অ্যান্ড আইস ফেস্টিভ্যাল
চিনের হিলংজিয়াং প্রদেশে চলছে হার্বিন ইন্টারন্যাশনাল স্নো অ্যান্ড আইস ফেস্টিভ্যাল। উত্সবের অন্যতম আকর্শন, বরফ দিয়ে বিভিন্ন ধরনের মূর্তির তৈরির প্রতিযোগিতা। চিন, রাশিয়া, মঙ্গোলিয়া, ইতালি, স্পেন সহ বিশ্বের দশটি দেশের সেরা বরফ শিল্পীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।