উচ্চশিক্ষায় মহিলাদের বিশেষ সুযোগ

যে সমস্ত মহিলারা উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছেন, তাঁদের জন্য সুখবর। এমফিল বা পিএইচডি করার ক্ষেত্রে তাঁরা বাড়তি সুযোগ পাবেন। এমফিল এবং পিএইচডি করার ক্ষেত্রে এবার অতিরিক্ত সময় পাবেন মহিলারা। এমফিলের জন্য  ১বছর অতিরিক্ত সময় মিলবে। পিএইডির ক্ষেত্রে ২ বছর অতিরিক্ত সময় পাওয়া যাবে।

Updated By: Sep 6, 2016, 11:05 AM IST
উচ্চশিক্ষায় মহিলাদের বিশেষ সুযোগ

ওয়েব ডেস্ক: যে সমস্ত মহিলারা উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছেন, তাঁদের জন্য সুখবর। এমফিল বা পিএইচডি করার ক্ষেত্রে তাঁরা বাড়তি সুযোগ পাবেন। এমফিল এবং পিএইচডি করার ক্ষেত্রে এবার অতিরিক্ত সময় পাবেন মহিলারা। এমফিলের জন্য  ১বছর অতিরিক্ত সময় মিলবে। পিএইডির ক্ষেত্রে ২ বছর অতিরিক্ত সময় পাওয়া যাবে।

আরও পড়ুন- বিস্ময় বালিকার সঙ্কল্প: গঙ্গার বুকে ঝাঁপ, ভাঙতে চায় নিজের রেকর্ড

নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশনের পরে যে সময়ের মধ্যে এমফিল এবং পিএইচডি জমা দেওয়ার নিয়ম তার থেকে বাড়তি এই সময় মিলবে। আর শুধু তাই নয়, বিশেষ কোনও কোনও কারনে কোনও মহিলা স্কলার যদি তার এমফিল বা পিএইচডির গবেষণা তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চান তাহলে তিনি সেই সুযোগ পাবেন। মহিলা গবেষকরা এমফিল বা পিএইচডি করা কালীন এবার মেটারনিটি লিভ বা চাইল্ড কেয়ার লিভ বাবদ আট মাস ছুটিও পাবেন।

আরও পড়ুন- জি-টোয়েন্টি সম্মেলনের ফাঁকে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে-র সঙ্গে বৈঠক করলেন মোদী

স্বাভাবিকভাবেই এই সুযোগ মহিলাদের উচ্চশিক্ষায় উত্‍সাহিত করবে বলেই মনে করছে শিক্ষামহল।

.