নিজস্ব প্রতিবেদন: বেশির ভাগ মানুষই সবচেয়ে বেশি সচেতন নিজের মুখ নিয়ে। মুখের সৌন্দর্য ধরে রাখতে পারলেই বয়স যেন থমকে যাবে আপনার কাছে! মুখের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত মুখের ত্বকের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। সুন্দর মুখের প্রাথমিক শর্ত হল নিখুঁত, উজ্জ্বল ত্বক। আর উজ্জল, নিখুঁত ত্বক পেতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন ত্বক ভাল করে পরিষ্কার করা। ত্বক ভাল রাখতে গেলে মেনে চলতে হয় মুখ ধোওয়ার কিছু নিয়ম। ত্বকের সঠিক যত্ন নিতে মুখ ধোওয়ার সময় এই নিয়মগুলি মেনে চলুন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

• সামান্য উষ্ণ জলে মুখ ধুয়ে নিন প্রথমে। গরম জল দিয়ে মুখ খুলে ত্বক শুষ্ক হয়ে যায়।


• মুখ পরিষ্কার করার জন্য ক্রিম বেসড ক্লিনজার বা জেল ক্লিনজার ব্যবহার করুন। যা ত্বক ভিতর থেকে পরিষ্কার করে। অথচ শুষ্কও হয় না ত্বক।


আরও পড়ুন: সামান্য খরচে ঘরেই তৈরি করে নিন চুলের প্রাকৃতিক রং


• মুখ পরিষ্কার করে ধুয়ে নিন। ক্লিনজার থেকে গেলে রোমকূপ বন্ধ হয়ে অ্যাকনের সমস্যা হতে পারে। নাকের চারপাশ, চোখ, কানের পিছন ভাল করে পরিষ্কার করুন।


• মুখ ধোওয়ার পর নরম, পরিষ্কার তোয়ালে দিয়ে আলতো চেপে চেপে মুখ মুছে নিন। মুখ মোছার জন্য আলাদা তোয়ালে রাখুন। জোরে পাচ দিয়ে ঘষবেন না।


• মুখ শুকিয়ে আসার পর তুলোয় টোনার নিয়ে মুখে লাগান। তারপরেই ভাল করে ময়শ্চারাইজ করুন যাতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। ময়শ্চারাইজ না করলে ত্বক শুষ্ক হয়ে যায়।