কালসর্প দোষ কী? এর প্রতিকারের উপায় কী?
যে ব্যক্তির এই যোগ থাকে, তাঁকে সারাজীবন বিভিন্ন দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করে যেতে হয়। শত চেষ্টা করেও তার সেই দুর্ভাগ্যকে জয় করা কঠিন হয়ে পড়ে।
জন্মকুণ্ডলীতে যদি রাহু এবং কেতুর মাঝে সব গ্রহ অবস্থান করে তখন যে দশা হয়, তাকেই বলে কালসর্প যোগ বা কালসর্প দশা। যে ব্যক্তির এই যোগ থাকে, তাঁকে সারাজীবন বিভিন্ন দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করে যেতে হয়। শত চেষ্টা করেও তার সেই দুর্ভাগ্যকে জয় করা কঠিন হয়ে পড়ে।
কখন কালসর্প যোগ সবল হয়:--
১) যখন চন্দ্রের দ্বিতীয় দ্বাদশে কোনও গ্রহ না থেকে কেমদ্রুম যোগ তৈরি করে।
২) যখন রাহুর সঙ্গে ভোগকারক গ্রহ শুক্র যুক্ত হয়ে খন্ডযোগ তৈরি করে।
৩) যখন কালসর্প যোগে রাহু, বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে চন্ডাল যোগ তৈরি করে।
৪) যখন রাহুর সঙ্গে রবি অথবা চন্দ্র যুক্ত হয়ে গ্রহণ যোগ তৈরি করে।
৫) যখন রাহু শনির সঙ্গে যুক্ত হয়ে নন্দাযোগ তৈরি করে।
৬) যখন রাহু বুধের সঙ্গে যুক্ত হয়ে জড়ত্ব যোগ তৈরি করে।
৭) যখন মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত হয়ে অঙ্গারক যোগ তৈরি করে।
আরও পড়ুন: কোন রুদ্রাক্ষ ফেরাবে আপনার ভাগ্য, রাশি-লগ্ন অনুযায়ী জেনে নিন
কখন কালসর্প যোগ দুর্বল হয়:--
১) যখন দশমে মঙ্গল থাকে।
২) যখন মালব্য যোগ অর্থাৎ কেন্দ্রে বা স্বগৃহে বা তুঙ্গী শুক্র থাকে।
৩) যখন লগ্ন বা কেন্দ্রে (চতুর্থ, সপ্তম, দশম) বৃহস্পতি থাকে।
৪) যখন বুধাদিত্য যোগ হয়।
৫) যখন শনি তুঙ্গ হয়ে তুলায় অবস্থান করে এবং লগ্ন বা কেন্দ্রে অবস্থান করে শশক যোগ তৈরি করে।
৬) যখন কেন্দ্রস্থ স্বগৃহী মঙ্গল রুচকযোগ তৈরি করে।
৭) যখন পঞ্চম মহাযোগের কোনও একটি যোগ তৈরি হয়।
কালসর্প দোষকে খণ্ডণ করতে জ্যোতিষ শাস্ত্রবিদরা নাগপঞ্চমীতে পূজার নির্দেশ দেন। এর সঙ্গে বাড়িতে কালসর্প যন্ত্র টাঙানোর কথাও বলেন।
কালসর্প যন্ত্র: আমাদের রাশিচক্রে মোট বারো প্রকার কালসর্প দোষ আছে, এই দোষ যদি আপনার থাকে তবে তা আপনার জীবন ছারখার করে দিতে পারে। কালসর্প দোষের প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে এই যন্ত্র আপনার বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে। কালসর্প যন্ত্র যে কোনও শনি বা মঙ্গলবার অথবা অমাবস্যার দিন প্রতিষ্ঠা করতে হয়। কালসর্প যন্ত্র বাড়িতে প্রতিষ্ঠা করতে পারলে কালসর্পের প্রভাব কিছুটা কম হবে।