হানিমুন ব্যাপারটা এল কোথা থেকে?

  আপনার কি বিয়ে হয়ে গিয়েছে? নাকি এখনও অপেক্ষায় রয়েছেন? বিযে যদি হয়ে গিয়ে থাকে, তাহলে তো আপনার হানিমুনের সেই সুখস্মৃতি আজও ভুলতে পারেননি। আর যদি বিয়ে না হয়ে থাকে, তাহলে হানিমুনের স্বপ্নে বিভোর হয়ে থাকেন। কত স্বপ্নের জাল বোনেন যে, এই করবেন। ওই করবেন।

Updated By: Mar 29, 2016, 03:17 PM IST
হানিমুন ব্যাপারটা এল কোথা থেকে?

ওয়েব ডেস্ক:  আপনার কি বিয়ে হয়ে গিয়েছে? নাকি এখনও অপেক্ষায় রয়েছেন? বিযে যদি হয়ে গিয়ে থাকে, তাহলে তো আপনার হানিমুনের সেই সুখস্মৃতি আজও ভুলতে পারেননি। আর যদি বিয়ে না হয়ে থাকে, তাহলে হানিমুনের স্বপ্নে বিভোর হয়ে থাকেন। কত স্বপ্নের জাল বোনেন যে, এই করবেন। ওই করবেন।

কিন্তু আপনি জানেন কী যে, হানিমুন বা মধুচন্দ্রিমা কথাটা এসেছে 'হানি ওয়াইন' থেকে। ওয়াইনের সঙ্গে মধু মিশিয়ে তৈরি এই হানি ওয়াইন বাসর রাতে নতুন জামাইকে উপহার হিসাবে দিত শ্বশুর! এই 'হানি ওয়াইন'  বলবর্ধক, ঠান্ডায় গা গরম করার ওষুধ হিসাবে ব্যবহার করা হত। এবার বুঝলেন যে, হানিমুন কীভাবে এসেছে। নিন, এই আনন্দে আরও একবার ঘুরে আসুন হানিমুন থেকে। যদি আপনি বিবাহিত হন। আর অবিবাহিত হলে, হানিমুনের রাতে নিজের সঙ্গীকে এই গলিপটা বলতে ভুলবেন না।

এই তথ্যটি নেওয়া হয়েছে ‘অসাধারণ জ্ঞান’ নামের বইটি থেকে। বইটি লিখেছেন স্বরূপ দত্ত এবং পার্থ প্রতিম চন্দ্র।

.