তেলেঙ্গানায় ১০ দিনের লকডাউন, ঘোষণা মুখ্য়মন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের
বুধবার থেকে কার্যকর হবে লকডাউনের সিদ্ধান্ত।
নিজস্ব প্রতিবেদন: বুধবার থেকে তেলেঙ্গানায় শুরু ১০ দিনের লকডাউন। কেবলমাত্র সকাল ৬টা থেকে সকাল ১০ পর্যন্ত খোলা থাকবে নিত্য়প্রয়োজনীয় জিনিসের দোকান। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিলেন তেলেঙ্গানার মুখ্য়মন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
আরও পড়ুন: Vaccine তৈরির ফর্মুলা অন্যান্য কোম্পানিগুলোকে দেওয়া হোক, কেন্দ্রকে আর্জি Kejriwal-এর
জানা গিয়েছে, এদিন মুখ্য়মন্ত্রীর বাসভবনেই রাজ্য় মন্ত্রিসভার বৈঠক হয়। তেলেঙ্গানায় বাড়তে থাকা করোনা সংক্রমণ নিয়ে উষ্ণা প্রকাশ করেন মুখ্য়মন্ত্রী। এরপর সর্বসম্মতিক্রমে রাজ্য়ে ১০ দিনের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। কেবল লকডাউনই নয়, রাজ্য়ে টিকার জোগান বাড়াতে গ্লোবাল টেন্ডার ডাকারও সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার। যদিও প্রথমে লকডাউনের পক্ষপাতী ছিলেন না মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। লকডাউন করলে রাজ্যের অর্থনীতি ভেঙে পড়বে বলে জানান তিনি। তিনি বলেন, "লকডাউন হলে সবচেয়ে সমস্যায় পড়বেন শ্রমিকরা। এখানে অন্য় রাজ্যের কমপক্ষে ২৫-৩০ লক্ষ শ্রমিক কাজ করেন। কোভিডের প্রথম পর্যায়েও লকডাউন জারি হয়। সেই সময় ওই শ্রমিকদের ভয়াবহ সমস্যার মুখে পড়তে হয়।" তবে কন্টেনমেন্ট জোনের পক্ষে ছিলেন কে চন্দ্রশেখর রাও।
আরও পড়ুন: Cowin App: বাংলায় ২ দফা টিকা পেয়েছেন মাত্র ৩.৩ শতাংশ মানুষ
জানা গিয়েছে, দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ ছাড়া, অন্য়ান্য় প্রায় সমস্ত রাজ্য়েই লকডাউন চলছে। অন্ধ্রে অংশিক কারফিউ চলছে। তবে তামিলনাড়ু ও কর্ণাটকে ২৪ মে পর্যন্ত লকডাউন চলবে। ১৬ মে পর্যন্ত লকডাউন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে কেরল সরকারও। তালিকায় এবার যুক্ত হল তেলেঙ্গানা।