ভিলাই স্টিল প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত অন্তত ৯, আহত ১৪
ছত্তিশগড়ের দুর্গ জেলার ভিলাই স্টিল প্ল্যান্টের কোক ওভেন সেকসনের পাইপ লাইনে এই বিস্ফোরণটি ঘটে।
![ভিলাই স্টিল প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত অন্তত ৯, আহত ১৪ ভিলাই স্টিল প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত অন্তত ৯, আহত ১৪](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/10/09/146477-bhilai.jpg)
নিজস্ব প্রতিবেদন : ভিলাইয়ে SAIL এর স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৯ জনের। আহত অন্তত ১৪। মঙ্গলবার দুপুরে বিস্ফোরণে কেঁপে ওঠে ভিলাই স্টিল প্ল্যান্টের কোক ওভেনের কাছে একটি পাইপ। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছন উদ্ধারকারীরা।
পিটিআই সূত্রে খবর, ছত্তিশগড়ের দুর্গ জেলার ভিলাই স্টিল প্ল্যান্টের কোক ওভেন সেকসনের পাইপ লাইনে এই বিস্ফোরণটি ঘটে। রায়পুর থেকে ৩০ কিলোমিটার দূরে এই স্টিল প্ল্যান্টে বিস্ফোরণের ফলে আহত ও নিহতদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে। আহতদের চিকিত্সার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আধুনীকিকরণের পর গত জুনেই ভিলাই স্টিল প্ল্যান্টের নতুন ইউনিটের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে ২০১৪ সালে ভিলাই স্টিল প্ল্যান্টে একই রকম একটি বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৬ কর্মীর।