জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উৎসবের আনন্দ বদলে গেল দুঃস্বপ্নে! কেন? শিবরাত্রির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট ১৪ জন শিশু। বয়স ১০ থেকে ১৬ বছরের মধ্যে। ২ জনের অবস্থা গুরুতর। দুর্ঘটনা ঘটল রাজস্থানের কোটায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Delhi: মুখে-বুকে ১৫ কোপ, বিয়ের কয়েক ঘণ্টা আগেই ছেলেকে 'খুন' বাবার!


ঘটনাটি ঠিক কী? আজ, শুক্রবার শিবরাত্রি। স্রেফ মহিলারাই নন, কোটার কুনহারি থানার সাকাতৌরা এলাকায় শিবরাত্রির অনুষ্ঠানে অংশ নিয়েছিল শিশুরাও। কোটার পুলিস সুপার অমৃতা দুহান জানিয়েছেন, খুবই দুঃখজনক ঘটনা। কালী বস্তির বাসিন্দারা কলস নিয়ে জমায়েত করেছিলেন। একজন শিশুর হাতে ছিল ২০ থেকে ২২ ফুট লম্বা পাইপ। সেই পাইপটি হাইটেনশন তারকে স্পর্শ করে। ওই শিশুটিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় অন্য শিশুরাও'।


 



পুলিসের সুপারের কথায়, 'শিশুদের চিকিৎসা দেওয়াটাই এখন অগ্রাধিকার। একজনের অবস্থায় গুরুতর। ১০০ শতাংশ পুড়ে গিয়েছে।  তদন্তের শুরু হয়েছে।  যদি কারও গাফিলতি থাকে, তাহলে রিপোর্টে জানা যাবে। একজন বাদে বাকি সকলেরই বয়স চোদ্দোর নিচে'।


আরও পড়ুন:  Uttar Pradesh: দাদার বিয়েতে নাচতে নাচতেই মৃত্যু ১৫ বছরের যুবকের!



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)