নিজস্ব প্রতিবেদন : পুলিসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ১৪জন মাওবাদীর। রবিবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গাড়চিরলিতে। মৃতদের মধ্যে দু'জন কমান্ডারও রয়েছেন বলে মহারাষ্ট্র পুলিস সূত্রে জানানো হয়েছে।
আরও পড়ুন- মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানের জানলা খুলে আহত ৩ যাত্রী
পুলিস জানিয়েছে, রবিবার সকাল থেকেই টাডগাঁওয়ের জঙ্গলে মাওবাদীদের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। কয়েক ঘণ্টা সংঘর্ষ চলার পর দুপুরের দিকে সাফল্য মেলে মহারাষ্ট্র পুলিসের। মৃত্যু হয় ১৪জন মাওবাদীর। মৃতদের মধ্যে সাইনাথ ও সাইনু নামে দুই কমান্ডারও রয়েছেন।
আরও পড়ুন- ভারতের মতো বড় দেশে দু'একটা ধর্ষণ হবেই : কেন্দ্রীয় মন্ত্রী
মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে চলতি বছর এখনও পর্যন্ত এটাই সবথেকে বড় সাফল্য বলে জানিয়েছেন মহারাষ্ট্র পুলিসের ডিজি সতীশ মাথুর। এই কাজের জন্য তিনি পুলিসের সি-৬০ বাহিনীকে অভিনন্দনও জানিয়েছেন।
মহারাষ্ট্রে পুলিসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু ১৪ মাওবাদীর