অসমে৩ জেয়গায় জঙ্গি হানা, নিহত ১৫
অসমে ৩ জেয়গায় জঙ্গি হামলায় নিহত ১৫ জন। জখম হয়েছে বেশকিছু। অসমের কোররাঝাড়ে হামলা চালায় NDFBI(S). মঙ্গলবার সন্ধেয় হামলা চালানো হয়।
![অসমে৩ জেয়গায় জঙ্গি হানা, নিহত ১৫ অসমে৩ জেয়গায় জঙ্গি হানা, নিহত ১৫](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/12/23/32914-breking-nerwss-ahajkhzsjka.jpg)
কোকরাঝাড়: অসমে ৩ জেয়গায় জঙ্গি হামলায় নিহত ১৫ জন। জখম হয়েছে বেশকিছু। অসমের কোররাঝাড়ে হামলা চালায় NDFBI(S). মঙ্গলবার সন্ধেয় হামলা চালানো হয়।
কোকরাঝাড়ের শেরবাংগুড়িতে নির্বিচারে গুলি চালায় দুষ্কৃতীরা। নিহত হয় ৩ জন। ঢেকিয়াজুলিতে জঙ্গিরা হামলা চালায় । সেখানে প্রাণ যায় ৫ জনের।হমলা চলে অসম-অরুনাচল সীমান্তেও। শোণিতপুর এলাকায় বস্তিতে মারা যায় ৯ জন।
বোরো জঙ্গিরা এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গিয়েছে। জঙ্গিদের হামলার কড়া জবাব দিয়েছে সেনা জওয়ানরা। সোমবারও একটি গ্রেনেড হানা চালায় NDFBI (S).
(এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী)