ওয়েব ডেস্ক: শৌচাগারের নল থেকে উদ্ধার হল ২ দিনের শিশুকন্যার দেহ। জল আটকে যাওয়ায় নল পরিষ্কার করতে এসে দেহটি উদ্ধার করেন কল মিস্ত্রি। কেরলের পেরিন্থালমান্নার ঘটনা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে জানা গিয়েছে, শহরের বাসিন্দা এক চিকিত্সক দম্পতির চেম্বারের শৌচাগার থেকে উদ্ধার হয়েছে দেহটি। গত বৃহস্পতিবার শৌচাগার পরিষ্কার করতে গিয়ে ওই চেম্বারের পরিচারিকা দেখেন, প্যান থেকে জল সরছে না। সেকথা আবদুল রহমান নামে ওই চিকিত্সককে জানান তিনি। চিকিত্সক স্থানীয় কল মিস্ত্রিকে খবর দিলে শুক্রবার বিকেলে চিকিত্সকের চেম্বারে পৌঁছন তিনি। নল খুলতেই দেখা যায় একটি শিশুর মাথা। সঙ্গে সঙ্গে পুলিসকে খবর দেন ওই চিকিত্সক। পুলিস এসে ওই কল মিস্ত্রির সহযোগিতায় দেহটি উদ্ধার করে। 


জামাইয়ের সঙ্গে হাত মিলিয়ে ছেলেকে সুপারি কিলার দিয়ে খুন করালেন মা


চিকিত্সক আবদুল রহমানের দাবি, কোনও রোগী তাঁকে দেখাতে এসে শিশুকন্যাকে ফেলে দিয়ে যেতে পারে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিস।