ডাক পরিষেবা ভবনের ছাদ ভেঙে কয়েম্বাত্তুর স্টেশনে মৃত ২, আহত ৩
বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে।
নিজস্ব প্রতিবেদন: দু’দিন ধরেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে আচমকাই হুড়মুড়ুয়ে ভেঙে পড়ল কয়েম্বাত্তুর স্টেশনের ডাক পরিষেবা ভবনের ছাদ। এই ঘটনায় চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে, আরও ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে।
ভারী এবং অতি ভারী বর্ষণের ফলে দেশের একাধিক রাজ্যই এখন বিপর্যস্ত। নিম্নচাপের প্রভাবে বিগত দু’দিন ধরে তামিলনাডুর কয়েম্বাত্তুর, নীলগিরি-সহ একাধিক এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। ভারী বর্ষণের ফলে বেশ কিছু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। এরই মধ্যে এ দিন কাক-ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কয়েম্বাত্তুর স্টেশনের একাংশ এখন বন্ধ রাখা হয়েছে।
Coimbatore: 2 persons dead and 3 admitted to hospital with critical injuries as railway parcel service building at Coimbatore railway station collapses due to heavy rain. The incident took place around 4:00 am today. #TamilNadu pic.twitter.com/EXbLEMiXK0
— ANI (@ANI) August 8, 2019
আরও পড়ুন: ৩৭০ ধারা বিলোপ নিয়ে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী!
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানানো হয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও উদ্ধারকারী দল। এই দুর্ঘটনায় ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় কয়েম্বাত্তুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।