সমাজবাদী পার্টির হেড কোয়ার্টারে এখন দুই সভাপতি উপর-নিচে

একই দল, কিন্তু দু'জন জাতীয় সভাপতি। হ্যাঁ, সমাজবাদী পার্টির যাত্রাপালায় এটাই সাম্প্রতিকতম ঘটনা। সপার কেন্দ্রীয় অফিসে ন্যাশানাল প্রেসিডেন্ট (রাষ্ট্রীয় অধ্যক্ষ) হিসাবে মুলায়ম সিং যাদবের যে নেম প্লেট রয়েছে ঠিক তার নিচেই দলের ন্যাশানাল প্রেসিডেন্ট হিসাবে ঝোলান হল অখিলেশের নেম প্লেটও। দেওয়ালে বাবার নিচে আজই অবশ্য স্থান পেয়েছে পুত্রের নাম ফলক।

Updated By: Jan 16, 2017, 05:59 PM IST
সমাজবাদী পার্টির হেড কোয়ার্টারে এখন দুই সভাপতি উপর-নিচে

ওয়েব ডেস্ক: একই দল, কিন্তু দু'জন জাতীয় সভাপতি। হ্যাঁ, সমাজবাদী পার্টির যাত্রাপালায় এটাই সাম্প্রতিকতম ঘটনা। সপার কেন্দ্রীয় অফিসে ন্যাশানাল প্রেসিডেন্ট (রাষ্ট্রীয় অধ্যক্ষ) হিসাবে মুলায়ম সিং যাদবের যে নেম প্লেট রয়েছে ঠিক তার নিচেই দলের ন্যাশানাল প্রেসিডেন্ট হিসাবে ঝোলান হল অখিলেশের নেম প্লেটও। দেওয়ালে বাবার নিচে আজই অবশ্য স্থান পেয়েছে পুত্রের নাম ফলক।

আরও পড়ুন- শিক্ষা কখনই পণ্য নয়, ছাত্রের অভিযোগের প্রেক্ষিতে জানাল কনজিউমার ফোরাম

প্রসঙ্গত, আজই আবার মুলায়ম ছেলেকে 'মুসলিম বিরোধী' বলে উল্লেখ করেছেন। সপার নেতাজীর মতে, অখিলেশ সপাকে মুসলিম বিরোধী করে তুলতে চাইছে। এর পাশাপাশি, বাবা মুলায়ম এটাও দ্বর্থহীন ভাষায় বলে দিয়েছেন যে, অখিলেশ দল ভাঙলে তিনি ছেলের বিরুদ্ধেই লড়াইয়ে নামবেন।

আরও পড়ুন- আরএসএস-কে উপদেশ দিলেন 'মার্গ দর্শক' আডবাণী

.