নিজস্ব প্রতিবেদন: শ্রীনগরে জঙ্গিহানায় আহত দুই পুলিসকর্মী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঘটেছে শুক্রবার Jammu and Kashmir-এর Srinagar জেলার Barzulla এলাকায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন হাসপাতালেই মারা গিয়েছেন বলে খবর। অন্যজনের চিকিৎসা চলছে। এলাকা ঘিরে দেওয়া হয়েছে।
 শুক্রবার সকাল থেকেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে উত্তপ্ত থেকেছে উপত্যকা। একদিকে বাদগাম (Budgam) জেলায় জঙ্গিদের গুলিতে নিহত এক পুলিসকর্মী, আহত আরও এক। অন্য দিকে, সোপিয়ান (Sophian) জেলাতেও পুলিসের সঙ্গে এনকাউন্টার হয়েছে। সেখানে নিকেশ হয়েছে তিন জঙ্গি। অস্ত্র ও গুলিও উদ্ধার হয়েছে। 


আরও পড়ুন: পঞ্জাবের পুরভোটে ধরাশায়ী বিজেপি


বাগদাম জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াই হয়েছিল। সেখানে আচমকাই জঙ্গিরা পুলিসের উপর গুলি চালায়। আহত হন দুই পুলিসকর্মী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালেই এক পুলিসকর্মীর মৃত্যু হয়। নিহত পুলিসকর্মীর নাম মহম্মদ আলতাফ, তিনি জম্মু-কাশ্মীর পুলিসের স্পেশাল অফিসার ছিলেন। জখম পুলিস অফিসারের নাম সার্জেন্ট মনজুর আহমেদ। বাদগামে এখনও এনকাউন্টার চলছে বলেই জানা গিয়েছে।


আরও পড়ুন: চাপের মুখে নতিস্বীকার চিনের, গালওয়ান সংঘর্ষে নিহত সেনার নাম প্রকাশ জিংপিং সরকারের