বছরশেষে বরফমোড়া শ্রীনগর, শৈত্য প্রবাহ রাজধানীতে
লাহুল-স্পিতির কেলং ক'দিন আগেই -১২.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে হিমাচলের শীতলতম স্থানের রেকর্ড গড়ল।
নিজস্ব প্রতিবেদন: ২০২০ অনেক বিষয়েই মালুম দিয়ে গেল। যাওয়ার আগে তীব্র ঠাণ্ডায় কাঁপিয়েও দিয়ে গেল সে।
ক্রিসমাসের আবহে জায়গাবিশেষে বরফে মুড়ল কাশ্মীর, হিমাচল, গাড়োয়াল হিমালয়। এর জেরে দিল্লি জুড়ে বইল তীব্র শৈত্য প্রবাহও। তুষারপাত দেখতে মানালি, কুফরির মতো পর্যটনকেন্দ্রগুলিতে ভিড় জমেছে পর্যটকদের।
বছর শেষের আগেই হিমেল হাওয়ায় কাঁপন ধরল রাজধানী-সহ উত্তরের ভারতের বিভিন্ন রাজ্যে। জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গা ঢাকল বরফচাদরে। লাহুল-স্পিতির কেলং (Lahaul-Spiti's Keylong) -১২.১ ডিগ্রি সেলসিয়াস (minus 12.1 degrees Celsius) তাপমাত্রা নিয়ে হিমাচলের শীতলতম স্থানের (the coldest in the state) রেকর্ড গড়ল। পঞ্জাব, দিল্লি, হরিয়ানা, রাজস্থান জুড়েও কনকনে ঠাণ্ডা হাওয়ার রাজত্ব।
আবহাওয়া দফতর জানিয়েছে, হিমালয়-সংলগ্ন রাজ্যগুলির কোথাও কোথাও বরফ পড়েছে। হিমালয় থেকে নেমে আসা ঠাণ্ডা শুকনো হাওয়ার জেরে তাপমাত্রা কমেছে সমতলেও। দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। দু'দিন আগে, মঙ্গলবার রাতে হরিয়ানার হিসারে তাপমাত্রা নেমেছিল শূন্য ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিস জানিয়েছে, নববর্ষের রাতে ঠাণ্ডা আরও বাড়বে।
Also Read: শৈত্যপ্রবাহের দাপটে ২৪ ঘণ্টায় ০ ডিগ্রি হতে চলেছে দিল্লির তাপমাত্রা?