আর ঘণ্টা খানেক বাদেই জানা যাবে লোকসভা ভোটের দিনক্ষণ
আজ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। সকাল সাড়ে দশটায় বিজ্ঞানভবনে সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ জানাবেন মুখ্য নির্বাচন কমিশনার ভিএস সম্পত। ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাবে। এবার লোকসভা ভোট সাত বা তার বেশি দফাতেও হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
আজ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। সকাল সাড়ে দশটায় বিজ্ঞানভবনে সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ জানাবেন মুখ্য নির্বাচন কমিশনার ভিএস সম্পত। ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাবে। এবার লোকসভা ভোট সাত বা তার বেশি দফাতেও হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
যদি তা হয়, তাহলে এটিই হবে দেশের ইতিহাসে দীর্ঘ মেয়াদি লোকসভা নির্বাচন। যদিও কমিশন সূত্রে খবর, লোকসভা ভোট যাতে ছয় দফায় সম্পন্ন করা যায়, তার জন্য সব রকম চেষ্টা চলছে। ২০০৯ সালে লোকসভা ভোট শুরু হয়েছিল ১৬ এপ্রিল।
এবার তা এগিয়ে সাতই এপ্রিলের মধ্যে হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। বর্তমান লোকসভার মেয়াদ শেষ হবে পয়লা জুন। একতিরিশে মের মধ্যে সরকার গঠন করতে হবে। দেশজুড়ে লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও সিকিমে বিধানসভা নির্বাচন হবে। অন্ধ্রপ্রদেশে বিধানসভা ভোট হবে তেলেঙ্গানা অঞ্চলকে ধরেই।