ভারতে ঢোকার অপেক্ষায় ২১ মহিলা জঙ্গি
ভারতে ঢোকার অপেক্ষায় লস্কর-এ-তৈবার ২১জন মহিলা জঙ্গি। পাক অধিকৃত কাশ্মীরের মুজাফ্ফরাবাদে নিয়মিত তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। লক্ষ্য, চলতি বছরেই ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলা চালানো। সেনা গোয়েন্দা সূত্রে সম্প্রতি এই খবর সামনে এসেছে।
ভারতে ঢোকার অপেক্ষায় লস্কর-এ-তৈবার ২১জন মহিলা জঙ্গি। পাক অধিকৃত কাশ্মীরের মুজাফ্ফরাবাদে নিয়মিত তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। লক্ষ্য, চলতি বছরেই ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলা চালানো। সেনা গোয়েন্দা সূত্রে সম্প্রতি এই খবর সামনে এসেছে। ট্রেনিং শেষে ওই মহিলা জঙ্গিদের জম্মু-কাশ্মীরের উরি সেক্টর কিংবা অন্য কোনও দেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করানোর পরিকল্পনা রয়েছে লস্কর-এ-তৈবার। নাশকতার কাজে মহিলাদের নিয়োগ করার মূল পরিকল্পনাটি মুম্বইয়ে জঙ্গি হামলার ষড়যন্ত্রকারী লস্কর কমান্ডার জাকিউর রহমান লাকভির। গত কয়েকবছরে সেনাবাহিনীর সক্রিয়তায় জম্মু-কাশ্মীরে বহু লস্কর কমান্ডার মারা যাওয়ার পরই মহিলাদের নিয়োগ করার ভাবনাচিন্তা শুরু। উপত্যকার বেকার যুবকদের ফের দলে টানারও চেষ্টা করছে লস্কর-এ-তৈবা। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে উসমান ভাই বা ছোটা রহমান নামে এক ব্যক্তিকে।