ভারতে ঢুকেছে ২১ জন লস্কর জঙ্গি; নাশকতার আশঙ্কায় জারি রেড অ্যালার্ট

ফের জঙ্গি নাশকতার আশঙ্কা দেশজুড়ে। ভারতীয় গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে এই বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। শুরু হয়েছে তত্পরতা।

Updated By: May 26, 2017, 03:06 PM IST
ভারতে ঢুকেছে ২১ জন লস্কর জঙ্গি; নাশকতার আশঙ্কায় জারি রেড অ্যালার্ট
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : ফের জঙ্গি নাশকতার আশঙ্কা দেশজুড়ে। ভারতীয় গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে এই বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। শুরু হয়েছে তত্পরতা।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, লস্কর-ই-তইবা জঙ্গিগোষ্ঠীর ২০ থেকে ২১ জন সদস্য ভারতে ঢুকে পড়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। আরও জানা গেছে, জঙ্গিগোষ্ঠীর সদস্যরা ভারতে ঢুকেছে পাক গোয়েন্দা সংস্থা ISI-এর নির্দেশে। ভারতের একাধিক জায়গায় জঙ্গি নাশকতা ছড়ানোর উদ্দেশেই তারা ঢুকেছে।

গোয়েন্দা বিভাগের দাবি, জঙ্গিরা ভারতে ঢুকেই দিল্লি, মুম্বই, পঞ্জাব ও রাজস্থানে ছড়িয়ে পড়েছে। মেট্রো স্টেশন, রেল স্টেশন, এয়ারপোর্ট, হোটেল, বাজার সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণ ঘটাতে পারে এই জঙ্গিরা। গোটা বিষয়টির দিকে নজর রাখা হয়েছে।

আরও পড়ুন- নিখোঁজ বায়ুসেনা বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার চিন সীমান্ত থেকে

.