নিজস্ব প্রতিবেদন: মণিপুরে শহিদ হলেন তিন ভারতীয় জওয়ান। গুরুতর ভাবে জখম হয়েছেন আরও ৫ জন। প্রাথমিক অনুমান মণিপুরের চান্ডেল জেলার মায়ানমার সীমান্তের কাছে আগে থেকেই ওত পেতে বসেছিল জঙ্গিরা। অসম রাইফেলসের ১৫ জন জওয়ান টহল দিতে যেতেই হামলা চালায় তারা। বুধবার সন্ধ্যার এই হামলার ঘটনায় সন্দেহ করা হচ্ছে পিপলস লিবারেশন আর্মির (PLA) হাত রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদ সংস্থা  এএনআই অনুযায়ী  হামলাকারীরা প্রথমে একটি আইইডি বিস্ফোরণ ঘটায় তারপর গুলি চালায়। ঘটনার সঙ্গে সঙ্গেই মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১০০ কিলোমিটার দূরে মায়ানমার সীমান্তে পাঠানো হয়েছে অতিরিক্ত সহযোগীতা।


আরও পড়ুন: বিষাক্ত চাপাটি খেয়ে মৃত্যু হলো বিচারক ও তাঁর ছেলের


উত্তর-পূর্ব সীমান্তের এই সংগঠন পিএলএর সঙ্গে চিনা আঁতাত রয়েছে বলে মনে করা হয়। সরকারি তথ্য অনুযায়ী ওই অংশে স্বাধীনতার পর থেকে প্রায় ৭৫০ জন অসম রাইফেলের কর্মী শহিদ হয়েছেন।  এই বছরই এনআইএ (NIA) ৬ পিএলএ জঙ্গির বিরুদ্ধে অসম রাইফেলের উপর হামলা চালানোর অভিযোগে চার্জশিট এনেছিল।