নাইজেরিয়া থেকে আসা ৩ ইবোলা অক্রান্তের চিকিত্‍সা চলছে দিল্লির রাম লোহিয়া হাসপাতালে

Updated By: Aug 18, 2014, 06:10 PM IST
নাইজেরিয়া থেকে আসা ৩ ইবোলা অক্রান্তের চিকিত্‍সা চলছে দিল্লির রাম লোহিয়া হাসপাতালে

নাইজেরিয়া থেকে ভারতে আসা ৩ ইবোলা অক্রান্ত সন্দেহে দিল্লির রাম মোহন মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্তপরীক্ষার পরই ছাড়া হবে তাঁদের। তাদের শারীরিক পরীক্ষার দায়িত্ব নিয়েছে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল।

৭৩, ৩৭ ও ৪ বছর বয়সূ ওই তিন বিদেশি শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে নামেন। এছাড়াও নায়জেরিয়া থেকে ফেরা ছত্তিসগড়ের দুর্গের বাসিন্দা ৩২ বছরের এক ভারতীকে ভিলাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ইবোলা আক্রান্ত দেশগুলি থেকে আকাশপথে যাত্রা করলে সংক্রমণের ঝুঁকি কম। এখনও পর্যন্ত ইবোলা আক্রান্ত দেশগুলিতে ২,১২৭ জন আক্রান্ত ১,১৪৫ জনের মৃত্যুর খবর আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

 

.