ফের নয়া আবিষ্কার ‘থ্রি ইডিয়টস’-র ‘ফুংসুখ ওয়াংড়ু’-র, তা দেখে মুগ্ধ মাহিন্দ্রা কর্ণধার
থ্রি ইডিয়টস সিনেমার ফুংসুখ ওয়াংড়ুর কথা নিশ্চিয়ই মনে আছে? সোনম ওয়াংচুককে কেন্দ্র করেই তৈরি হয়েছিল ৩ ইডিয়টস সিনেমার ওই চরিত্র। তাহলেই বুঝতে পারছেন, উদ্ভাবনী ভাবনা তাহলে কোন পর্যায় পৌঁছতে পারে।
Updated By: Dec 19, 2018, 08:18 PM IST
ছবি-টুইটার