জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: হাসপাতালে জলের ট্যাঙ্কে বিদ্যুৎ! প্রাণ গেল তিনজনের। ২ জন কলের মিস্ত্রি, আর এক ইলেকট্রিশিয়ান । পুলিসের এক পদস্থ আধিকারিক অবশ্য জানিয়েছেন, অটোপসির পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি ঘটেছে দিল্লিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Cobra Bite: আর পোষাচ্ছে না! ঘরে সাপ ঢুকিয়ে বৌ-বাচ্চাকে খুন করল বর্বর


পুলিস সূত্রে খবর, দিল্লির উপকণ্ঠে রানহোলা এলাকার ওই হাসপাতালটি বেসরকারি। এদিন দুপুরে হাসপাতাল চত্বরেই একটি জলের ট্য়াঙ্ক মেরামতির কাজ করছিলেন সারভিন কুমার, কানোয়ার  পাল ও রামন নামে ৩ জন। মেরামতির কাজে ইলেকট্রিশিয়ান সারভিনকে নিয়োগ করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর আর যে দু'জন ছিলেন,সেই কানোয়ার ও রামন পেশায় কলের মিস্ত্রি।


তারপর? জলের ট্যাঙ্কের ভিতরে বিদ্যুস্পৃষ্ট হন তিনজনই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। কিন্তু হাসপাতালে গেলে, ওই তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কীভাবে মৃত্যু? তদন্তে নেমেছে পুলিস।


আরও পড়ুন: Youtuber: পণের টাকা দিতে পারেননি! উদ্ধার ইউটিউবারের ঝুলন্ত দেহ, তারপর...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)