অনন্তনাগে খতম আরও ৩ জঙ্গি, কাশ্মীরে ধারাবাহিক সাফল্য নিরাপত্তা বাহিনীর

নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলাকালীনই এই তিন জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Jun 29, 2020, 10:31 AM IST
অনন্তনাগে খতম আরও ৩ জঙ্গি, কাশ্মীরে ধারাবাহিক সাফল্য নিরাপত্তা বাহিনীর
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: জম্মু কাশ্মীরের অনন্তনাগে খুলচোহার অঞ্চলে ফের তিন জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। সোমবার একথা জানিয়েছে কাশ্মীর পুলিস।
জম্মু ও কাশ্মীর পুলিসের তরফে টুইট করে জানানো হয়েছে নিহত জঙ্গিদের পরিচয় নির্ধারিত হয়েছে। তল্লাশি অভিযান এখনও চলছে।
নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে নিহত হয়েছে এই তিন জঙ্গি।

আরও পড়ুন: লাদাখে একটু একটু করে ঢুকছে চিন, সতর্ক করেছিলেন বিজেপি-সহ এলাকার সব দলের নেতারা

গত ২৬ জুন ত্রালে চেওয়া উল্লার গ্রামে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি চালায় ভারতীয় জওয়ানরা। সেই লড়াইয়ে তিন জঙ্গিকে খতম করে ত্রালকে সন্ত্রাসী মুক্ত ঘোষণা করে নিরাপত্তা বাহিনী। ত্রালের সংঘর্ষে শহীদ হন এক জওয়ান। মৃত্যু হয় একটি স্থানীয় বালকেরও।
ওই দিনই বাইকে করে এসে অনন্তনাগে  ভারতীয় জওয়ানদের উপর  হামলা চালায় জঙ্গিরা। আচমকা এই হামলায়  শহীদ হয়েছেন জওয়ান শ্যামল দে। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের ৩নং দাররা অঞ্চলের শিংপুরে।
গত কয়েক মাস ধরে উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযান জোরকদমে চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। চলতি মাসে এক ডজন এনকাউন্টারে কাশ্মীরে খতম করা হয়েছে ৩৫ জনেরও বেশি জঙ্গিকে।

.