নিজস্ব প্রতিবেদন: উদ্বেগের মাঝেই আশ্বাসবাণী শোনাল কেন্দ্র। 'করোনার তৃতীয় ঢেউ (Corona Third Wave) নাও আসতে পারে যদি সঠিক নিয়মা মানা হয়', শুক্রবার এমনটাই জানালেন কেন্দ্রের শীর্ষ বিজ্ঞান উপদেষ্টা কে বিজয় রাঘবন। এর আগে তিনিই জানিয়েছিলেন, 'দেশে করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী।' উন্নত ভ্যাকসিনের প্রয়োজন বলেও মত পোষণ করেন তিনি। শুক্রবার সেই মন্তব্যেরই ব্যাখায় তিনি বলেন,'দেশের সর্বত্র আসবে না করোনার তৃতীয় ঢেউ যদি আগে থেকেই সঠিক ব্যবস্থা নেওয়া যায়। দেশজুড়ে অতিমারির প্রভাব কোথাও খুব বেশি আবার কোথাও খুব কম। কাজেই তৃতীয় ঢেউ আসতে পারে শুধু বেনিয়ম হচ্ছে এমন জায়গাতেই।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: করোনার মাঝেই 'Black Fungas' এর চোখরাঙানি, রুখতে পাঁচ পরামর্শ কেন্দ্রের


রাঘবন আরও জানান, 'তৃতীয় ঢেউয়ের থেকেও এখন বেশি আলোচনা করা দরকার করোনা অধ্যুষিত অঞ্চল, সংক্রমণের তীব্রতা ইত্যাদি নিয়ে। আগে থেকে কঠোর পদক্ষেপ নিলে করোনার তৃতীয় ঢেউ সেসব জায়গাতে তো বটেই, গোটা দেশেও আসবে না। এর জন্য আঞ্চলিক স্তরে আগে গুরুত্ব দিতে হবে। সম্পূর্ণ লকডাউন থেকে কারফিউ সহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ করতে হবে।' পাশাপাশি মৃদু উপসর্গের রোগীদের জন্য করোনা টেস্ট ও টিকাকরণেও জোর দেওয়ার কথা জানান তিনি। 


আরও পড়ুন: এবার ১৪ দিনের লকডাউনের পথে Karnataka, কঠোর বিধিনিষেধ


প্রসঙ্গত, বুধবার একটি সরকারি বিবৃতি প্রকাশ করে রাঘবন জানান, 'করোনার নতুন স্ট্রেনের সঙ্গে টিকারও বদল প্রয়োজন। এখন যে টিকা রয়েছে তা করোনার দ্বিতীয় ওয়েভের সংক্রমণ আটকানোর জন্য। এরপর ধীরে ধীরে তৃতীয় ওয়েভ প্রবেশ করবে। দেশে তৃতীয় ওয়েভ আসবেই। রোখা যাবে না। যা বলাই বাহুল্য, আরও বেশি সংক্রামক হবে। তার জন্য উন্নতমানের টিকা বানাতে হবে।'