প্রতিবাদের মাঝেই ফের ধর্ষণ দিল্লিতে

দিল্লি ধর্ষণ কাণ্ডে প্রতিবাদে উত্তাল সারা দেশ। প্রতিবাদের আঁচে তপ্ত রাইসিনা হিলস থেকে ইন্ডিয়া গেট। কিন্তু এর মাঝেই আবার ধর্ষণের ঘটনা ঘটল দেশের রাজধানীতে। পশ্চিম দিল্লির একটি প্লে স্কুলে ধর্ষকের পৈশাচিক মনোবৃত্তির শিকার হল তিন বছরের এক শিশু।

Updated By: Dec 22, 2012, 04:07 PM IST

দিল্লি ধর্ষণ কাণ্ডে প্রতিবাদে উত্তাল সারা দেশ। প্রতিবাদের আঁচে তপ্ত রাইসিনা হিলস থেকে ইন্ডিয়া গেট। কিন্তু এর মাঝেই আবার ধর্ষণের ঘটনা ঘটল দেশের রাজধানীতে। পশ্চিম দিল্লির একটি প্লে স্কুলে ধর্ষকের পৈশাচিক মনোবৃত্তির শিকার হল তিন বছরের এক শিশু।
চলতি সপ্তাহের সোমবার পশ্চিম দিল্লির সাগরপুরের প্লে স্কুলটির মালকিনের স্বামী ধর্ষণ করে শিশু কন্যাটিকে। ঘটনাটির পরে বাচ্চাটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করলে সেখানকার ডাক্তাররা জানান মেয়েটি ধর্ষিত হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি প্রকাশ্যে আসে।
শিশু ও নারী কল্যাণ মন্ত্রী কিরণ ওয়ালিয়া দিল্লির শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যানকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর সঙ্গেই তিনি দিল্লি পুলিসকে অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে বলেছেন।
কমিশনের তরফ থেকে পুলিসকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে এই ঘটনার যাবতীয় রিপোর্ট জমা দেওয়ার। পুলিস স্কুলটি বন্ধ করে দিয়েছে।

.