বিচারপতির অভাবে দেশে বাকি ৪০.৫৪ লাখ মামলার শুনানি!

দেশের ২৪টি হাইকোর্টে বর্তমানে ৪০.৫৪ লাখ মামলা রায়ের জন্য আটকে রয়েছে। সৌজন্যে সেই হাইকোর্টগুলিতে ৪৪ শতাংশ বিচারপতির ঘাটতি। আর তা এমন সময় ঘটল যখন সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ নিয়ে চলছে সমস্যা।

Updated By: Jan 14, 2017, 12:56 PM IST
বিচারপতির অভাবে দেশে বাকি ৪০.৫৪ লাখ মামলার শুনানি!

ওয়েব ডেস্ক : দেশের ২৪টি হাইকোর্টে বর্তমানে ৪০.৫৪ লাখ মামলা রায়ের জন্য আটকে রয়েছে। সৌজন্যে সেই হাইকোর্টগুলিতে ৪৪ শতাংশ বিচারপতির ঘাটতি। আর তা এমন সময় ঘটল যখন সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ নিয়ে চলছে সমস্যা।

২০১৫-১৬ সালে সুপ্রিম কোর্টের দেওয়া তালিকা অনুসারে ভারেতর ২৪টি হাইকোর্টে বিচারপতির সংখ্যা থাকার কথা ১০৭৯। সেখানে বর্তমানে ৬০৮জন বিচারপতি কাজ করছেন। শতাংশের বিচারে যা দাঁড়ায় ৫৬ শতাংশ। ঘাটতি ৪৪ শতাংশ বিচারপতির।

আরও পড়ুন- নরেন্দ্র মোদীর বিরদ্ধে SIT তদন্ত নয় : সুপ্রিম কোর্ট

গত বছর ৩০ জুন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে গোটা দেশে ২৪টি হাইকোর্টে ৪০.৫৪ লাখ মামলা রায়ের অভাবে আটকে রয়েছে। এরমধ্যে ২৯ লাখ ৩১ হাজার ৩৫২টি সিভিল কেস, ১১ লাখ ২৩ হাজার ১৭৮টি ক্রিমিনাল কেস রায়ের আশায় ঝুলে রয়েছে। অন্যদিকে, এই সংখ্যার মধ্যে আবার ৭ লাখ ৪৩ হাজার ১৯১টি মামলা এক যুগেরও বেশি পুরনো।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রীর রবিশঙ্কর প্রসাদের দাবি, ইতিমধ্যেই ১২৬ জন বিচারপতিকে নিযুক্ত করা হয়েছে। ১৯৯০ সালের পর এটাই একসঙ্গে নিযুক্ত হওয়া সর্বাধিক। পরিস্থিতি খুব অল্প দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে।

.