উত্তরাখণ্ডে খাদে বাস, কমপক্ষে ৪০ জনের মৃত্যুর আশঙ্কা

দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলের সদস্যরা।

Updated By: Jul 1, 2018, 11:51 AM IST
উত্তরাখণ্ডে খাদে বাস, কমপক্ষে ৪০ জনের মৃত্যুর আশঙ্কা
দুর্ঘটনাগ্রস্থ বাসটি

নিজস্ব প্রতিবেদন : উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ৪০ জনের। আহত ১০ জন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। উদ্ধারকাজে নেমেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম।

জানা গেছে, রবিবার সকালে  ৪৫জন যাত্রী নিয়ে বাসটি উত্তরাখণ্ডের বোয়ান থেকে রামনগর যাচ্ছিল। পৌরি গারওয়াল জেলার ননিধন্দ এলাকায় হঠাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৬০ ফুট নিচে খাদে পড়ে যায়। দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২০ জনের। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও ২০ জনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলের সদস্যরা।

আরও পড়ুন- মন্দসৌরের ঘটনায় দোষীদের ফাঁসির সাজা দাবি নির্যাতিতার বাবার

.