মুম্বইয়ে ভারত পেট্রোলিয়ামের তৈল শোধনাগারে অগ্নিকাণ্ড, আহত কমপক্ষে ৪৩

এক গুরুতর আহতকে এই মুহূর্তে আইসিইউ-তে রাখা হয়েছে। আহতদের অনেকের শরীরেই গভীর ক্ষত রয়েছে।

Updated By: Aug 8, 2018, 06:47 PM IST
মুম্বইয়ে ভারত পেট্রোলিয়ামের তৈল শোধনাগারে অগ্নিকাণ্ড, আহত কমপক্ষে ৪৩

নিজস্ব প্রতিবেদন: মুম্বইয়ের তৈলশোধনাগারে আগুন লেগে কমপক্ষে ৪৩ জন আহত হলেন। আহতদের উদ্ধার করে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-এর প্রাথমিক চিকিত্সা কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখান থেকে ২২জন কর্মীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, বাকি ২১ জনকে চেম্বুরের ইনলাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক গুরুতর আহতকে এই মুহূর্তে আইসিইউ-তে রাখা হয়েছে। আহতদের অনেকের শরীরেই গভীর ক্ষত রয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, দমকলের ৯টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া, ২টি পোম টেন্ডার এবং ২টি জাম্বো ট্যাঙ্কারও পাঠানো হয়েছে।

বিপিসিএল-আরএমপি প্লান্টের এই ভয়াবহ অগ্নিকাণ্ডকে 'লেভেল-থ্রি' হিসাবে চিহ্নিত করা হয়েছে। বিপিসিএল-এর প্রাথমিক বিবৃতিতে বলা হয়েছিল, বুধবার দুপুর ২টো ২৪ মিনিট নাগাদ হাইড্রোক্রেকার প্লান্টের কম্প্রেসর শেডে আগুন লেগেছে। আর এতে ২ জন সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুন আয়ত্তে আনার কাজ চলছে।

.