কাল ভোট, বেঙ্গালুরুর 'সেফ শেল্টার' থেকে আমাদেবাদে ফিরলেন ৪৪ কং বিধায়ক

Updated By: Aug 7, 2017, 12:28 PM IST
কাল ভোট, বেঙ্গালুরুর 'সেফ শেল্টার' থেকে আমাদেবাদে ফিরলেন ৪৪ কং বিধায়ক

ওয়েব ডেস্ক: ঘরে ফিরল গুজরাটের ৪৪ কংগ্রেস বিধায়ক। তবে ঠিক ঘরে ফেরা হল না, বেঙ্গালুরু থেকে তাঁরা ফিরে এলেন আমেদাবাদে। আমেদাবাদেরই একটি রিসর্টে তাঁদের রাখার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যসভা ভোটে গুজরাট থেকে সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেলকে জেতানোর চ্যালেঞ্জ রাজ্য কংগ্রেসের সামনে, এই অবস্থায় বিজেপি যাতে পরিষদীয় দলে আর 'ভাঙান ধরাতে না পারে' তা নিশ্চিত করতেই এই বিধায়কদের বেঙ্গালুরুর ইগলেটন রিসর্টের 'সেফ শেল্টারে' পাঠানোর সিদ্ধান্ত নেয় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। আগামী কাল রাজ্যসভার ভোট গুজরাট বিধানসভায়, তাই তার আগে 'সেফ শেল্টার' থেকে আজ ভোরে ৪৪ কং বিধায়কদের ফিরিয়ে নিয়ে আসা হল আমেদাবাদে। আজ সন্ধ্যায় ওই বিধায়কদের সঙ্গে দেখা করবেন স্বয়ং আহমেদ প্যাটেল, এমনটাই জানিয়েছেন গুজরাট বিধানসভায় কংগ্রেসের চিফ হুইপ শৈলেশ পারমার। এদিকে, কংগ্রেস নেতা ডিকে সুরেশ সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, "তারা সকলে (যে বিধায়করা বেঙ্গালুরুর রিসর্টে ছিলেন) খুবই খুশি...গুজরাট কংগ্রেস ঐক্যবদ্ধ, বিধায়করা আহমেদ প্যাটেলকে ভোট দিতে চান..."।

প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিন বাঘেলা সহ মোট ৬ জন কং বিধায়ক পদত্যাগ করেছেন। এর মধ্যে তিন জন সরাসরি যোগ দিয়েছেন বিজেপিতে। বাকিদেরও পদ্ম শিবিরে যোগ দেওয়ার সম্ভবনা প্রবল। পাশাপাশি, আরও ভাঙনের আশঙ্কা করছিল কংগ্রেস। আর তা ঠেকাতেই 'অতি আস্থাভাজন' বিধায়কদের বাদ দিয়ে বাকিদের বেঙ্গালুরুর 'সেফ শেল্টারে' পাঠিয়েছিল সোনিয়ার দল। কংগ্রেসের অভিযোগ, দলত্যাগী বিধায়কদের ১৫ কোটি টাকা এবং নির্বাচনে লড়ার খরচ সহ বিজেপির টিকিটের টোপ দিয়ে দল ছাড়ানো হয়েছিল। এদিকে, ইগলেটন রিসর্টে গুজরাতের কং বিধায়কদের দেখভালের দায়িত্বে থাকা কর্ণাটকের শক্তিমন্ত্রী ডিকে শিবকুমারের বাড়ি সহ ওই রিসর্টেও হানা দেয় আয়কর ও সিআরপিএফের যৌথ বাহিনী।

.