লেখাপড়া শেখার স্বপ্ন দেখিয়ে পাচার ৫৮ শিশু উদ্ধার কেরলে, এখনও খোঁজ নেই ৬৫ শিশুর
মালদহ থেকে পাচার হওয়া ৫৮ জন শিশুকে উদ্ধার করল রাজ্যের চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই লেখাপড়া শেখানোর নাম করে মালদহ থেকে প্রায় ১২৩ শিশুকে নিয়ে যায় একটি পাচারচক্র। এরপর হতদরিদ্র পরিবারের এই শিশুদের কেরলে বিভিন্ন কাজে লাগানো হয়। বিভিন্ন সূত্রে খোঁজখবর চালিয়ে সম্প্রতি ৫৮ শিশুকে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি। মঙ্গলবার সকালে বিবেক এক্সপ্রেসে তাদের মালদায় নিয়ে আসা হয়। তবে এখনও হদিশ নেই ৬৫ শিশুর।
মালদহ থেকে পাচার হওয়া ৫৮ জন শিশুকে উদ্ধার করল রাজ্যের চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই লেখাপড়া শেখানোর নাম করে মালদহ থেকে প্রায় ১২৩ শিশুকে নিয়ে যায় একটি পাচারচক্র। এরপর হতদরিদ্র পরিবারের এই শিশুদের কেরলে বিভিন্ন কাজে লাগানো হয়। বিভিন্ন সূত্রে খোঁজখবর চালিয়ে সম্প্রতি ৫৮ শিশুকে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি। মঙ্গলবার সকালে বিবেক এক্সপ্রেসে তাদের মালদায় নিয়ে আসা হয়। তবে এখনও হদিশ নেই ৬৫ শিশুর।
স্কুলে পড়ানোর নাম করেই বিভিন্ন রাজ্য থেকে ক্ষুদে পড়ুয়াদের আনা হত কেরলের অনাথ স্কুলে। প্রশাসনের নজরে আসার পরেই ফাঁস হয় গোটা ঘটনা। এ রাজ্য থেকে চাইল্ড ওয়েলফেয়ার টিম কেরলে গিয়ে ওই শিশুদের ফিরিয়ে এনেছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।