সেনার গুলিতে খতম মুম্বই হামলার মূলচক্রীর ভাইপো
নিকেশ লকভির ভাইপো ও জামাত উদ দাওয়ার সেকেন্ড ইন কম্যান্ডের ছেলে।
নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ কাশ্মীরের বান্দোপোরা জেলায় শনিবার ৬ লস্কর জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। ওই জঙ্গিদের মধ্যে ছিল ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী জাকিউর রহমান লকভির ভাইপো ওবেদ ও জামাত উদ দাওয়ার সেকেন্ড ইন কম্যান্ড আবদুল রহমান মাক্কির ছেলে।
The encounter is now finished and was a success. Total of 6 LeT terrorists eliminated. Weapons and ammunition recovered.
One of the terrorist named Owaid is son of Zakir Rehman Maki and nephew of Zakir Rehman Lakhbi (mastermind of Mumbai terror attacks). https://t.co/jAnLp896ZQ
— Shesh Paul Vaid (@spvaid) November 18, 2017
বান্দিপোরা জেলার চান্দিরগীর গ্রামের হাজিন এলাকায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা, গোপন সূত্রে খবর পায় সেনা। শুরু হয় তল্লাশি অভিযান। সেনাবাহিনীকে লক্ষ্য করে গোলাগুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা হামলায় ৬ জঙ্গিকে নিকেশ করেন ভারতীয় জওয়ানরা। শহিদ হন বায়ুসেনার গরুড়বাহিনীর কম্যান্ডো এবং আহত হন এক জওয়ান।
আরও পড়ুন- মুডিজ রেটিং সংস্থার সঙ্গে টম মুডিকে গুলিয়ে তামাশার পাত্র কমরেডরা
জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে একে-৪৭ ও ১০টি হ্যান্ড গ্রেনেড। জঙ্গি নেতাদের ভাইপো ও ছেলে ছাড়াও জারগাম ও মাহমুদ নামে দুই মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীকেও খতম করেছে সেনা।