Himachal Landslide: মন্দির চাপা পড়ে মৃত একই পরিবারের ৭ জন! বৃষ্টি বিধ্বস্ত হিমাচলে ক্ষতি ১০ হাজার কোটির

গত ৪ দিনেই এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭৪ জন। শুধু শিমলাতেই ৩ জায়গায় ধস নেমেছে। 

Updated By: Aug 18, 2023, 06:12 PM IST
Himachal Landslide: মন্দির চাপা পড়ে মৃত একই পরিবারের ৭ জন! বৃষ্টি বিধ্বস্ত হিমাচলে ক্ষতি ১০ হাজার কোটির

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিধ্বস্ত বিপর্যস্ত হিমাচল! প্রবল বৃষ্টিতে মন্দির ধসে চাপা পড়ে প্রাণ হারালেন একই পরিবারের ৭ জন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শিমলায়। নিহতদের মধ্যে রয়েছে ৩ জন শিশু। মেঘ ভাঙা বৃষ্টিতে শিমলায় ধসে পড়ে শিব বাওয়াড়ি মন্দির। যে ঘটনায় প্রাণ হারান কমপক্ষে ১৫ জন। যারমধ্যে ৭ জনই এক পরিবারের। আরও ৮ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা।

বৃষ্টি বিধ্বস্ত হিমাচলে ক্ষতির পরিমাণ প্রায় ১০ হাজার কোটি। গত ৪ দিনেই এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭৪ জন। শুধু শিমলাতেই ৩ জায়গায় ধস নেমেছে। ধস নেমেছে শিমলার সামার হিল, ফাগলি ও কৃষ্ণনগরে। যেখানে প্রাণ হারান ২১ জন। প্রবল বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে হিমাচলের কাংরায়। বন্যাবিধ্বস্ত কাংরা থেকে ১০০০ জনকে উদ্ধার করা হয়েছে। মৃত্যু ঘটেছে চাম্বাতেও। ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে চাম্বা থেকে। রবিবার থেকে নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। যা ডেকে এনেছে বিপর্যয়। জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনা, বায়ুসেনা ও অন্যান্য উদ্ধারকারী দল। চলতি বছর ২৪ জুন হিমাচলে বর্ষা প্রবেশ করে। তারপর থেকে এখনও পর্যন্ত প্রায় ২১৭ জন প্রাণ হারিয়েছেন হিমাচলে। 

স্বাধীনতা দিবসের দিন ভাষণে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের দুর্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে পাহাড়ি রাজ্যগুলির পরিস্থিতিকে তিনি অকল্পনীয় সঙ্কট বলে উল্লেখ করেন। যাঁরা এই দুর্যোগে তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের সমবেদনাও জানান প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে দুর্যোগ কবলিত রাজ্যে স্বাধীনতা দিবসের উদ্‌যাপন ম্লান হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী। হিমাচল প্রদেশ প্রশাসনও স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের কোথাও কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না বলে সিদ্ধান্ত নেয়। সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়।

প্রবল বৃষ্টিতে ভূমিধসের কারণে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ব্যাহত জনজীবন। একাধিক জায়গায় রাস্তা ও জাতীয় সড়ক ধসে বন্ধ হয়ে গিয়েছে। বিচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা। সিমলার বিস্তীর্ণ অংশে ব্যাহত বিদ্যুৎ পরিষেবা। স্কুল-কলেজ বন্ধ গোটা রাজ্যে। 

আরও পড়ুন, ধর্ষণের চেষ্টায় বাধা, মেরে যুবতীর মাথার খুলি ভাঙলেন কাস্টিং ডিরেক্টর!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.