ভ্যালেন্টাইনস ডে-তে তাণ্ডবের আশঙ্কা, বজরং দলের ৭৪ জন সদস্যকে গ্রেফতার করল পুলিস

হায়দরাবাদ পুলিসের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ২টি জায়গা থেকে বজরং দলের ৭৪ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার হওয়া যুবকরা তাদের সদস্য বলে মানতে চায়নি বজরং দল। 

Updated By: Feb 14, 2019, 08:39 PM IST
ভ্যালেন্টাইনস ডে-তে তাণ্ডবের আশঙ্কা, বজরং দলের ৭৪ জন সদস্যকে গ্রেফতার করল পুলিস

নিজস্ব প্রতিবেদন: ভ্যালেন্টাইনস ডে-তে তাণ্ডব চালাতে পারে, এই আশঙ্কায় বৃহস্পতিবার বজরংদলের ৭৪ জন সদস্যকে প্রেফতার করল হায়দরাবাদ পুলিস। পুলিসের দাবি, বিনা অনুমতিতে মিছিল করার চেষ্টা করছিল তারা। সেই অভিযোগেই আটক করা হয়েছে তাদের। 

হায়দরাবাদ পুলিসের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ২টি জায়গা থেকে বজরং দলের ৭৪ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার হওয়া যুবকরা তাদের সদস্য বলে মানতে চায়নি বজরং দল। 

প্রেমদিবসেই বিবাহিত ‘প্রেমিকা’র ধোঁকা, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক

তবে তাতে শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় ভ্যালেন্টাইনস ডে পালন করায় যুগলদের ওপর হামলা চালায় বজরং দলের সদস্যরা। ভ্যালেন্টাইনস ডে পালন করায় হায়দরাবাদে পার্কের ভিতরে এক যুগলের বিয়েও দিয়ে দেয় তারা।  

.