সপ্তম পে কমিশনে কত হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন-একঝলকে
২৯ জুন সপ্তম পে কমিশনের সুপারিশে সিলমোহর দিয়েছে কেন্দ্র। যার ফলে উপকৃত হবেন প্রায় ৪৭ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৫৩ লাখ পেনশন হোল্ডার। জানুয়ারি ১ তারিখ থেকেই লাগু হচ্ছে এই সুপারিশ। বকেয়া টাকা মিলবে কিস্তি ভিত্তিক।
ওয়েব ডেস্ক : ২৯ জুন সপ্তম পে কমিশনের সুপারিশে সিলমোহর দিয়েছে কেন্দ্র। যার ফলে উপকৃত হবেন প্রায় ৪৭ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৫৩ লাখ পেনশন হোল্ডার। জানুয়ারি ১ তারিখ থেকেই লাগু হচ্ছে এই সুপারিশ। বকেয়া টাকা মিলবে কিস্তি ভিত্তিক।
এখন সুপারিশ মোতাবেক পে ব্যান্ড ৫,২০০ থেকে ২০,২০০-এর মধ্যে থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কত হচ্ছে? নতুন সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এন্ট্রি লেভেলে এখন ন্যূনতম বেতম হবে ১৮,০০০ টাকা। আর সর্বোচ্চ পদাধিকারীদের জন্য বেতন বাড়তে পারবে আড়াই লাখ টাকা পর্যন্ত। একনজরে বিভিন্ন গ্রেড ও পে ব্যান্ডের বেতন কত হচ্ছে-