ক্যান্সার ভেবে অপারেশন, বেরল ৮৩৮টি গলস্টোন
শালিমার বাগের পুষ্পা যখন হাসপাতালে ভর্তি হয়, তখন তার পেটে অসহ্য যন্ত্রণা। সঙ্গে সঙ্গে জ্বর, বমি বমি ভাব। আলট্রা সাউন্ড ও সিটি স্ক্যানের পর, রিপোর্ট দেখে ডাক্তার ভেবেছিলেন ক্যান্সার। তাই দ্রুত অপারেশন করে গল ব্লাডার বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
ওয়েব ডেস্ক : শালিমার বাগের পুষ্পা যখন হাসপাতালে ভর্তি হয়, তখন তার পেটে অসহ্য যন্ত্রণা। সঙ্গে সঙ্গে জ্বর, বমি বমি ভাব। আলট্রা সাউন্ড ও সিটি স্ক্যানের পর, রিপোর্ট দেখে ডাক্তার ভেবেছিলেন ক্যান্সার। তাই দ্রুত অপারেশন করে গল ব্লাডার বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে প্রায় দু' ঘণ্টা ধরে চলে ল্যাপ্যারোস্কপিক। অপারেশন করে বাদ দেওয়া হয় গল ব্লাডারটি। সেটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল এবং আকারেও প্রায় ৬ গুণ বেড়ে গিয়েছিল। লিভারের কিছু অংশও অপারেশনের সময় কেটে বাদ দিতে হয়। এরপরই বায়োপসির জন্য গল ব্লাডারটি পাঠানোর আগে, সেটি কাটতেই ডাক্তারদের চোখ ছানাবড়া। বেরিয়ে আসে একটি বা দুটি নয়, একসঙ্গে ৮৩৮টি গলস্টোন। ছোট ছোট নুড়ির মত।