সুরাটে উদ্ধার শিশুকন্যার ক্ষতবিক্ষত দেহ, ৮৬টি আঘাতের চিহ্ন

কাঠুয়ার পর গুজরাটের সুরাটে শিশুকন্যাকে অত্যাচার। 

Updated By: Apr 14, 2018, 09:35 PM IST
সুরাটে উদ্ধার শিশুকন্যার ক্ষতবিক্ষত দেহ, ৮৬টি আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদন: কাঠুয়ার পর গুজরাটের সুরাটে উদ্ধার হল শিশুকন্যার ক্ষতবিক্ষত দেহ। সুরাটের ভেস্তান এলাকায় ক্রিকেট মাঠে ৯ বছরের ওই শিশুকন্যার দেহটি দেখতে পান স্থানীয়রা। পাঁচ ঘণ্টা ময়নাতদন্তের পর চিকিত্সকরা নিশ্চিত হয়েছেন, শিশুকন্যাটির উপরে পাশবিক অত্যাচার চালানো হয়েছিল।

প্রাথমিক ময়নাতদন্তের পর জানা গিয়েছে, শিশুটিকে প্রায় ৮ দিন ধরে গণধর্ষণ করেছে অনেকে। এখনও পর্যন্ত শিশুকন্যাটির অভিভাবকদের খোঁজ মেলেনি। নিখোঁজ শিশুদের তথ্য খতিয়ে দেখছে পুলিস। 

ফরেনসিক বিশেষজ্ঞ গণেশ গোভেকরের বক্তব্য, দেহে ৮৬টি আঘাতের চিহ্ন রয়েছে।সংগ্রহ করা হয়েছে নমুনা। পুলিসের অনুমান, অন্য কোথাও খুন করে দেহটি ক্রিকেট মাঠে ফেলা হয়েছে। 

 

.