১৭ বছরের কিশোর কাগজ দিয়ে তৈরি করল ২৫ ফুটের গণেশ
শ্রী ইচ্ছামনি গণেশ। উচ্চতা ২৫ ফুট। মাটি নয়, পুরো গণেশ মূর্তিই তৈরি হয়েছে কাগজ দিয়ে। শ্রী ইচ্ছামনি গণেশের স্রষ্ঠা ১৭ বছরের কিশোর বিক্রম সালাস্কর।
ওয়েব ডেস্ক: শ্রী ইচ্ছামনি গণেশ। উচ্চতা ২৫ ফুট। মাটি নয়, পুরো গণেশ মূর্তিই তৈরি হয়েছে কাগজ দিয়ে। শ্রী ইচ্ছামনি গণেশের স্রষ্ঠা ১৭ বছরের কিশোর বিক্রম সালাস্কর।
মহারাষ্ট্রের পুজো কমিটি ইচ্ছামনি গণেশ মণ্ডলের দাবি, এই গণেশ এখনও পর্যন্ত কাগজের তৈরি সবথেকে বড় গণেশ। ওজন মাত্র ১০ কেজি। ওই গণেশ মূর্তি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আব্দুল কালামের নামে উৎসর্গ করা হয়েছে। এই মূর্তির পিছনে থাকবে একটি মিসাইল এবং ভারতের মানচিত্র।
শিল্পী বিক্রম সালাস্কর বলছেন, "আমি আগের বছর ডঃ কালামের সঙ্গে দেখা করার সুযোগ পাই। আমার আঁকা ছবির জন্য উনি একটি সংশাপত্র আমাক দেন।" ডঃ কালামের নামে মূর্তি উত্সর্গ করার কারণ বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, "ডঃ কালামের ব্যক্তিত্ব আমাকে গভীর ভাবে প্রভাবিত করেছে এবং তাঁর মৃত্যুর পর, আমি সিদ্ধান্ত নেই যে এবার আমি একটি গণেশ মূর্তি তৈরি করে ডঃ কালামের নামে উৎসর্গ করব"।