নিজস্ব প্রতিবেদন: উত্তর প্রদেশের আলিগড়ের কলেজে ঢুকে পড়ল চিতাবাঘ। ছাররা এলাকার একটি কলেজে ঢুকে চিতাবাঘটি আক্রমন করে এক পড়ুয়াকে। জখম পড়ুয়াকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: LIC Bima Jyoti Policy: অল্প বিনিয়োগে পান আকর্ষণীয় বার্ষিক রিটার্ন


উত্তরপ্রদেশের আলিগড়ে এক ভয়ঙ্কর খবর সামনে এসেছে। আলিগড়ের ছাররা শহরে একটি চিতাবাঘের আগমনে আলোড়ন সৃষ্টি হয়। আলিগড়ের চৌধুরি নিহাল সিং ইন্টার কলেজে ক্লাস চলাকালিন ঢুকে পরে চিতাবাঘটি। পড়ুয়ারা ক্লাস থেকে পালিয়ে প্রাণ বাঁচায়। জানা গেছে, কয়েকদিন আগে একই এলাকার একটি শিশুর ওপর হানা দেয় চিতাবাঘ। এরপর পুলিশ ও বন দফতরকে খবর দেওয়া হয়। তবে অনেকক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় দুই দলই।


 



এই ঘটনায় আহত হয়েছে এক পড়ুয়া। তাঁর হাত এবং পিঠ জখম হয়। তাঁকে স্থানিয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে কলেজ প্রশাসন। এর আগে বারাউলি গ্রামের একটি স্কুলে ঢুকে, একজন ১৫ বছর বয়সী ছেলেকে আক্রমণ করে চিতাবাঘ। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)