দিল্লিতে কালি মাখানো হল আম আদমি পার্টির নেতা যোগেন্দ্র যাদবের মুখে। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হঠাৎই যোগেন্দ্র যাদবের মুখে কালি ছোঁড়েন।

নারী দিবস উপলক্ষে রাজধানীর যন্তর মন্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল আপ। সেখানেই এই ঘটনাটি ঘটে। হামলার পর যাদব বলেন, "আমি জানি না উনি কে, কেনইবা উনি এটা করলেন!" যোগেন্দ্রর দাবি ওই ব্যক্তি শুধু "ভারত মাতা কী জয়" বলে ছিলেন।

তিনি আরও বলেন, "যখন বড় কোনও কাজ করছি, তখন এই ধরণের অনভিপ্রেত ঘটনার জন্য প্রস্তুত থাকতে হবেই।" কয়েকদিন আগে দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানোর সময় বিজেপির কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে আপ সমর্থকরা। সেই থেকেই দুই দলের কর্মীদের মধ্যে নড়ম-গড়ম উত্তেজনা চলছেই।

English Title: 
AAP leader Yogendra Yadav`s face smeared with ink by unknown attacker in Delhi
Home Title: 

দিল্লিতে আপ নেতা যোগেন্দ্র যাদবের মুখে কালি মাখাল অজ্ঞাতপরিচয় ব্যক্তি

No
20777
Is Blog?: 
No
Section: