তলওয়ার দম্পতির আর্জি খারিজ শীর্ষ আদালতে

নয়ডার জোড়া খুন মামলায় রাজেশ ও নূপুর তলওয়ারের আবেদন শুনতে চাইল না সুপ্রিম কোর্ট। এই মামলায় ১৪ জন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআইয়ের

Updated By: May 14, 2013, 06:45 PM IST

নয়ডার জোড়া খুন মামলায় রাজেশ ও নূপুর তলওয়ারের আবেদন শুনতে চাইল না সুপ্রিম কোর্ট। এই মামলায় ১৪ জন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআইয়ের বিশেষ আদালত। ডাক্তার দম্পতির আবেদন ছিল, সিবিআই আদালতের এই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হোক। সেই আর্জিকেই মেনে নিতে নারাজ শীর্ষ আদালত।
মঙ্গলবার বিচারপতি বি এস চৌহান ও দীপক মিশ্রর বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানাতে শীর্ষ আদালতে না এসে তাঁদের আগে হাইকোর্টে আপিল করা উচিৎ ছিল। বেঞ্চ জানিয়েছে, "আমরা এই বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি নই।" হাইকোর্টে না গিয়ে সরাসরি শীর্ষ আদালতের দারস্থ হওয়ার পদ্ধতিগত ত্রুটি রয়েছে বলে মন্তব্য করেছে আদালত।
সুপ্রিম কোর্টের আজকের রায়ের পর ট্রায়াল কোর্ট তাদের বিচার প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে বলে মনে করছেন আইনজ্ঞরা। আরুশি ও হেমরাজ হত্যাকাণ্ডে এবার নূপুর ও রাজেশ তলওয়ারের বয়ান রেকর্ড করবে নিম্ন আদালত। রায় মেনেই এডিজি(আইন-শৃঙ্খলা), সিবিআই জয়েন্ট ডিরেক্টর অরুণ কুমার সহ ১৪ জন প্রত্যক্ষদর্শীকে ডেকে পাঠাতে চলেছে নিম্ন আদালত।

.