প্রমাণই দিতে পারল না যোগীর পুলিস, জামিন পেলেন হিংসা ছড়ানো অভিযোগে গ্রেফতার দারাপুরি-সদফ

গত মাসে সিএএ বিরোধিতা করে লখনউয়ের পরিবর্তন চকে ফেসবুক লাইভ করেছিলেন সদফ জাফর। পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। হেলমেট পরে যোগীর পুলিস নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ করেন

Updated By: Jan 4, 2020, 07:01 PM IST
প্রমাণই দিতে পারল না যোগীর পুলিস, জামিন পেলেন হিংসা ছড়ানো অভিযোগে গ্রেফতার দারাপুরি-সদফ
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: প্রমাণ অভাবে জামিন পেয়ে গেলেন কংগ্রেসের মুখপাত্র তথা সমাজকর্মী সদফ জাফর। পাশাপাশি জামিন পেলেন ক্যানসার আক্রান্ত প্রাক্তন আইপিএস অফিসার এসআর দারাপুরিও। দু’জনেই ছিলেন উত্তর প্রদেশে হিংসা ছড়ানো অভিযোগে অভিযুক্ত। উত্তর প্রদেশের কোর্ট জানিয়ে দেয় সদফ জফরের বিরুদ্ধে হিংসা ছড়ানোর কোনও প্রমাণ দিতে পারেন যোগীর পুলিস।

গত মাসে সিএএ বিরোধিতা করে লখনউয়ের পরিবর্তন চকে ফেসবুক লাইভ করেছিলেন সদফ জাফর। পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। হেলমেট পরে যোগীর পুলিস নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ করেন। ভিডিয়োতে শুনতে পাওয়া যায়, যারা পাথর ছুড়ছে, তাদের গ্রেফতার না করে সদফদের হেনস্তা করা হচ্ছে কেন। প্রাক্তন আইপিএস অফিসার এস আর দারাপুরিকেও গ্রেফতার কর হয় হিংসা ছড়ানোর অভিযোগে।

আরও পড়ুন- CAA-র সমর্থনে সংখ্যাগুরুরা রাস্তায় নামলে কী হবে জানেন! হুমকি বিজেপি বিধায়কের

কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর দারাপুরিকে দেখতে যাওয়া নিয়ে গত ২৯ ডিসেম্বর এই ঘটনার নাটকীয় মোড় নেয়। যোগীর পুলিসের চোখে ধুলো দিয়ে দলীয় কর্মীর স্কুটারে চড়ে বসেন তিনি। এরপরও বাধা পান পুলিসের কাছে। প্রিয়ঙ্কার অভিযোগ, তাঁর গলার টুটি চেপে ধরা হয়। প্রিয়ঙ্কাকে হেনস্থা করার অভিযোগ এনে সুর চড়ায় বিরোধীরা। যদি এ সব অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে যোগীর প্রশাসন।  

.